মঙ্গলবার ০৬ জুন ২০২৩ ||
জ্যৈষ্ঠ ২৩ ১৪৩০
|| ১৭ জ্বিলকদ ১৪৪৪
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ মে ২০২৩
রাজশাহীর চারঘাটে একটি বিদেশী পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগজিনসহ একাধিক নাশকতা ও মাদক মামলার আসামী যুবদল নেতা মতলেব আলীকে আটক করেছে থানা পুলিশ।
গতকাল মঙ্গলবার ভোর রাতে তার নিজ বাড়ী উপজেলার সাদীপুর গ্রাম থেকে অস্ত্র ও গুলিসহ তাকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুল আলম। মঙ্গলবার বিকেলের দিকে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ওসি বলেন, মঙ্গলবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় উপজেলার স্বাদীপুর গ্রামের মখলেছুর রহমানের ছেলে একাধিক নাশকতা ও মাদক মামলার আসামী মতলেব উদ্দিন তার বাড়ীর পাশে অস্ত্র নিয়ে অবস্থান করছেন। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এসময় উদ্ধার করা হয়েছে একটি বিদেশী পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন। পরে অস্ত্র আইনে তার বিরুদ্ধে মামলা দায়েরের পর মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আটক মতলেবের বিরুদ্ধে চারঘাট মডেল থানায় নাশকতা ও মাদকসহ বিভিণ্ন অপরাধে ১৭টি মামলা বিচারাধীন রয়েছে।
amarrajshahi.com
সর্বশেষ
জনপ্রিয়