শুক্রবার ০৫ মার্চ ২০২১ ||
ফাল্গুন ২১ ১৪২৭
|| ২১ রজব ১৪৪২
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি ২০২১
রাজশাহীর চারঘাট উপজেলায় একটি অজ্ঞাত পরিবহনের ধাক্কায় খাইরুল ইসলাম (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল রোববার সন্ধ্যা দিকে চারঘাট-বাঘা সড়কে এ দুর্ঘটনা ঘটে। খাইরুল নাটোরের লালপুর উপজেলার সালামপুর গ্রামের কফির মৃধার ছেলে। রাজশাহীর চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, রোববার সন্ধ্যার ৭টার দিকে মোটরসাইকেলেযোগে বাড়ি ফিরেছিলেন খাইরুল। পথে চারঘাট-বাঘা সড়কে এলে একটি অজ্ঞাত পরিবহন মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে গুরুতর আহত হন তিনি। পরে ঘটনাস্থল থেকে দ্রুত উদ্ধার করে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজশাহীর চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের গাড়িতে করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।
তিনি আরও জানান, নিহত খাইরুলের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা স্বাস্থ্য কমপ্লেক্সে এলে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
amarrajshahi.com
সর্বশেষ
জনপ্রিয়