তীব্র শীতে রসে মেতেছেন রাজশাহীর গাছিরা

ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই বেরিয়ে পড়েছেন জমসেদ আলী। খালি পায়ে তরতরিয়ে উঠে পড়ছেন খেজুর গাছে। নামিয়ে আনছেন হাঁড়িভর্তি রস। গেল ১৫ বছর ধরেই ‘গাছি’ হিসেবে এই কাজ করছেন জমসেদ। তার দাবি এবার শীত পড়ছে বেশি। তাই গাছে গাছে রসও বেশি।
জমসেদ আলীর বাড়ি রাজশাহীর চারঘাট উপজেলার শিবপুর গ্রামে। নিজের কোনো গাছ নেই তার। প্রতিবার মালিকদের কাছ থেকে গাছ ভাড়া নেন। এবার মালিকের সঙ্গে চুক্তি হয়েছে। সব কাজ জমসেদই করবেন। অর্ধেক রস মালিকের, অর্ধেক জমসেদের। মালিকের নাম আবদুল কুদ্দুস।
সোমবার (১৮ জানুয়ারি) সকাল ৭টার দিকে শিবপুর এলাকায় রস নামাচ্ছিলেন জমসেদ। আবদুল কুদ্দুস হাঁড়ি থেকে সেসব রস জারকিনে ভরতে সহায়তা করছিলেন।
কুদ্দুস জানালেন, তার গাছের সংখ্যা ৩০টি। গতবছর বড়জোড় ৫০ থেকে ৬০ লিটার রস পেয়েছেন। এবার এসব গাছে রস হচ্ছে কমপক্ষে ৮০ লিটার। তারা দুজন রস ভাগ করে নেন। এসব রস থেকে দু’জনেরই বাড়িতে দৈনিক কমপক্ষে সাত কেজি গুড় হয়। সপ্তাহের শনিবার তারা হাটে নিয়ে গুড় বিক্রি করেন।
আবদুল কুদ্দুস বলছিলেন, যে বছর বৃষ্টি বেশি হয় সে বছর গাছে রসও বেশি হয়। আবার বেশি শীত পড়লেও গাছে গাছে রসের পরিমাণ বাড়ে। এবার বৃষ্টিও বেশি হয়েছে, শীতও বেশি পড়ছে। তাই রসের পরিমাণও বেশি। শীত আর কুয়াশা যত বাড়ে রসও তত মিষ্টি হয়।
জমসেদ আলী একটার পর একটা গাছে উঠছিলেন। রসভর্তি একটা হাঁড়ি নামিয়ে আনার সময় আরেকটা লাগিয়ে দিচ্ছিলেন। কোনো কিছুর সহায়তা ছাড়াই গাছে ওঠার বিষয়ে বললেন, ‘এসব কাজে অভিজ্ঞতা লাগে। অভিজ্ঞতা ছাড়া হয় না। সারাবছর আমি গাছেই উঠি। ক’দিন পর আম গাছে উঠে স্প্রে করব। এটাই আমার কাজ।’
এদিকে চারঘাটের লালমুনতলা গ্রামের গাছি সিরাজুল ইসলামের রস নামানোর কাজ ভোর সাড়ে ৬টার আগেই শেষ। সাইকেলে রসভর্তি দুটি জারকিন নিয়ে তিনি বাড়ির পথ ধরেছেন। পথেই কথা হয় তার সাথে।
জানালেন, তারও নিজের কোনো গাছ নেই। ৩০টি গাছ ইজারা নিয়েছেন মালিকের কাছ থেকে। প্রতিটি গাছের জন্য দিতে হয়েছে ১২০ টাকা। সিরাজুল ইসলাম কখনও রস পরিমাপ করে দেখেননি। তবে ৩০ গাছের রস দিয়ে প্রতিদিন তার বাড়িতে ৭ থেকে ৮ কেজি রস হয়।
সিরাজুল বলেন, গত বছর ৩০টা গাছের রসে সর্বোচ্চ সাড়ে পাঁচ থেকে ছয় কেজি গুড় পেয়েছি। এবার বেশি হচ্ছে। রস বেশি হচ্ছে বলেই গুড় বেশি।
কুয়াশায় ঢাকা ভোরে গাছিরা রস নামিয়ে বাড়ি নিয়ে যাওয়ার পর ব্যস্ততা শুরু হয় নারীদের। বড় তাওয়ায় রস ঢেলে শুরু হয় জ্বাল দেয়া। তাওয়ায় রস শুকিয়ে লালিগুড় না হওয়া পর্যন্ত জ্বাল দেয়া হতেই থাকে।
গতকাল সোমবার সকালে গাঁশিবপুর গ্রামে বাড়ির সামনে এই কাজই করছিলেন আসিয়া বিবি (৫৫)। তিনি জানালেন, তার ছেলে জনাব আলী রস আনেন। এবার ১৮টি গাছ থেকে প্রতিদিন গড়ে ৬০ লিটার রস পাওয়া যাচ্ছে। প্রতিদিন তার বাড়িতে সাড়ে ছয় থেকে সাত কেজি গুড় উৎপাদন হচ্ছে।
আসিয়া বিবির আরেক ছেলে আবু সাঈদেরও একই কথা। যত শীত, তত রস। এবার বেশি শীত পড়ার কারণে রস পাওয়া যাচ্ছে বেশি।
রাজশাহীর চারঘাট, পুঠিয়া ও বাঘা উপজেলাতেই সবচেয়ে বেশি খেজুর গুড় তৈরি হয়। কিন্তু খেজুর গুড়ে মেশানো হচ্ছে চিনি। বিষয়টি অকপটেই স্বীকার করলেন গাঁশিবপুর গ্রামের আবু সাঈদ।
তিনি বলেন, ১০ লিটার রসে যদি পাঁচ কেজিও চিনি মেশানো হয় তাহলে গুড়ের উৎপাদন পাঁচ কেজিই বাড়বে। ফলে কেজিতে ২০ থেকে ৩০ টাকা করে বেশি লাভ হবে।
কিন্তু গুড়ে চিনি মেশানোর জন্য বেপারীরাই দায়ী বলে জানালেন তিনি। চিনি না মেশানো গুড় থাকে আঠালো। এই গুড় বেপারীরা নিতে চান না। তারা কড়কড়ে ফ্রেশ গুড় চান। বাধ্য হয়ে গাছিরা রসে চিনি মেশান।
শুধু চিনি মিশিয়ে দিলে রঙ সাদা হয়ে উঠবে। তাই গুড়ের রঙ লাল রাখতে এক প্রকার চুনও মেশাতে হয়। এতে গুড়ের স্বাদ নষ্ট হয়ে যায়। খেজুর গুড়ের আর সেই ঘ্রাণ থাকে না। এই গুড় বাজারে ৮৫ থেকে ৯০ টাকা কেজিদরে বিক্রি হয়।
তবে কেউ যদি আগে থেকেই অর্ডার দেন যে তিনি চিনিছাড়া গুড় নেবেন, তাহলে সেটাও বানিয়ে দেয়া হয়। এটির কেজি ১০০ থেকে ১১০ টাকা।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক শামছুল হক বলেন, আসল গুড়ের চাহিদাই আলাদা। বেশি লাভের আশায় গাছিরাই গুড়ে চিনি মেশান। তারা বন্ধ করে দিলেই পারেন। রাজশাহীর গুড়ের সুনাম ধরে রাখতে এটা বন্ধ করা হবে। কীভাবে বন্ধ করা যায় সেটা দেখব।
কৃষি বিভাগ জানিয়েছে, রাজশাহীতে খেজুর গাছের সংখ্যা ৭ লাখ ৮০ হাজার। এসব গাছ থেকে শীত মৌসুমে প্রায় ৮ হাজার টন গুড় উৎপাদন হয়। এর মধ্যে সবচেয়ে বেশি গাছ আছে চারঘাট উপজেলায়। সেখানে গাছের সংখ্যা ৩ লাখ ৯৬ হাজার।
এছাড়া বাঘায় ২ লাখ ৯৯ হাজার এবং পুঠিয়ায় ৮৫ হাজার খেজুর গাছ রয়েছে। এসব গাছ থেকে ৭৮ কোটি টাকার খেজুর গুড় উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। তবে তা শতকোটি টাকা ছাড়িয়ে যাওয়ার আশা করা হচ্ছে।
আমার রাজশাহী- ভূমির অবক্ষয় রোধে সমন্বিতভাবে কাজ করছে সরকার : পরিবেশমন্ত্রী
- বাংলাদেশকে অভিনন্দন জানাল জাতিসংঘ
- কেউ থামাতে পারবে না : প্রধানমন্ত্রী
- দক্ষিণাঞ্চলে আরেকটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র হবে: প্রধানমন্ত্রী
- মুজিব শতবর্ষ উপলক্ষে রাবিতে বঙ্গবন্ধু ঢাকা ম্যারাথনের উদ্বোধন
- বাঘায় বিএনপি নেতা মিনুকে অবাঞ্চিত ঘোষণা
- রাজশাহীতে তিন দিনব্যাপী উদ্যোক্তা তারুণ্য মেলার উদ্বোধন
- রাজশাহী বিভাগে করোনায় একজনের মৃত্যু
- চতুর্থবার পেছাল রাজশাহীর ছাত্রলীগ নেতা শাহিন শাহ হত্যা মামলার রায়
- ঘুরে দাঁড়াচ্ছে মোংলা বন্দর
- বিশ্ব রেকর্ডের অপেক্ষায় ‘শস্যচিত্রে বঙ্গবন্ধু’
- পাব অনেক বেশি ॥ উন্নয়নশীল দেশে উত্তরণ
- প্রাথমিক চিকিৎসা দেওয়া শিখলেন ১০০ পুলিশ
- হাইব্রিড ধান আবাদ ২ লাখ হেক্টর জমিতে
- এবার ‘শ্বেতবলাকা’ আসছে বিমানে
- করোনার টিকা সম্পর্কিত সব ধরনের কর অব্যাহতি
- ‘করোনার টিকা দেওয়ার ক্ষেত্রে অস্ট্রেলিয়ার চেয়ে এগিয়ে বাংলাদেশ’
- মুশতাকের মৃত্যুতে কারা কর্তৃপক্ষের গাফিলতি পায়নি তদন্ত কমিটি
- এইচ টি ইমামের মৃত্যুতে রাসিক মেয়র লিটনের শোক
- গোদাগাড়ীতে হেরোইনসহ যুবক আটক
- মিনুকে ৭২ ঘন্টার আল্টিমেটাম লিটনের, ক্ষমা না চাইলে মামলা
- রাজশাহী নগরীর চার আবাসিক হোটেলে অভিযান, ২০ নারীসহ আটক ৩৭
- রাসিক মেয়র লিটনের সাথে আরটিজেএ এর নবনির্বাচিত নেতৃবৃন্দ
- রাজশাহীতে ৩৯৫ বোতল ফেন্সিডিলসহ ট্রাক জব্দ
- শস্যচিত্রে বঙ্গবন্ধু
- ভবিষ্যতেও করোনার টিকা বিনামূল্যে দেবে সরকার
- উন্নয়নশীল দেশে উত্তরণ সুবর্ণ জয়ন্তীর বছরে সেরা খবর
- উস্কানিমূলক বক্তব্য দেয়ায় মিনুকে ক্ষমা চাওয়ার আহ্বান মেয়র লিটনের
- ১ কোটি ৯ লাখ ৮ হাজার জোজ টিকা পাচ্ছে বাংলাদেশ
- নৈরাজ্য সৃষ্টি করা হলে হার্ডলাইনে যাবে সরকার
- রাজশাহীতে রেলওয়ে কর্মকর্তার নগ্ন ছবি তুলে চাঁদা দাবি, গ্রেফতার ২
- রাজশাহীতে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত এক, আহত ৮
- দেশসেরা বানিয়ে রাজশাহী কলেজ থেকে বিদায় নিলেন অধ্যক্ষ হবিবুর রহমান
- রাজশাহীতে মেয়ের জন্য বাবার মাথায় মুকুট
- রুয়েট শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
- তানোরে খেজুর গাছের মাথায় নামাজ পড়ে হৈচৈ ফেললেন মোহনপুরের এক যুবক
- নান্দনিক রঙে রাজশাহীর পদ্মাপাড়
- রাজশাহী নগরীতে আট জুয়াড়ি গ্রেপ্তার
- রাজশাহীতে প্রাইভেট কারে আগুন
- বিষ দিয়ে বিষ তোলার পথে হাঁটছেন রাজশাহীর বোরহান
- প্রিয় অধ্যক্ষের বিদায়লগ্নে যেন নিস্তব্ধ রাজশাহী কলেজ
- চারঘাটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
- বাগমারায় পুকুর থেকে মোটরসাইকেল উদ্ধার
- বাঘায় ব্যাংক থেকে বের হতেই ৭৫ হাজার হাতিয়ে নিলো দুষ্কৃতিকারীরা
- রাজশাহীতে বিকেএসপি‘র ভর্তি পরীক্ষা ২২ ও ২৩ ফেব্রুয়ারি
- রামেকে নারীসহ ১৭ দালাল গ্রেফতার
- রাজশাহীতে বিএনপির সমাবেশে চুল ধরে মারলেন সাবেক মেয়র বুলবুল
- আগুন পান খেয়ে সুগার মিলের কর্মচারী অবসরে পানের দোকানি
- বাঘায় পাখির বাসা ভাড়ার অর্থের চিঠি পেলেন মালিকরা
- ব্যাডমিন্টনে ঝড় তুললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম