সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ ||
অগ্রাহায়ণ ২৭ ১৪৩০
|| ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৫
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৩
রাজশাহীর বাঘায় পদ্মা নদীতে কহিনুর শেখ নামে এক জেলের জালে ১৩ কেজি ওজনের পাঙাশ মাছ ধরা পড়েছে। গতকাল মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার চকরাজাপুর এলাকায় পদ্মা নদীতে মাছটি তার জালে উঠে।
জেলে কহিনুর শেখ বাঘার চকরাজাপুর ইউনিয়নের কালিদাশখালী চরের আমবাগান এলাকার রশিদ শেখের ছেলে।
কহিনুর শেখ বলেন, আমি পদ্মায় নিয়মিত মাছ ধরি। মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুরেও মাছ ধরতে যাই। এসময় বিশাল আকৃতির পাঙাশ মাছ উঠে আমার জালে। মাছটির ওজন হয় ১৩ কেজি।
পরে মাছটি স্থানীয় করম আলী ব্যাপারীর কাছে ১১ হাজার টাকায় বিক্রি করেছেন বলে জানান কহিনুর শেখ। করম আলী ব্যাপারি জানান, মাছটি তিনি ঢাকায় বড় পার্টির কাছে বিক্রি করবেন।
স্থানীয় জেলে সমিতির সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান বলেন, এখন পদ্মায় ইলিশের তেমন দেখা মেলেনি। তবে অন্য মাছ পাওয়া যাচ্ছে। মঙ্গলবার পাঙাশ মাছটি পেয়ে খুশি জেলেরা। দামও ভালো পেয়েছেন তারা।
amarrajshahi.com
সর্বশেষ
জনপ্রিয়