রোববার ২৪ জানুয়ারি ২০২১ ||
মাঘ ১১ ১৪২৭
|| ১০ জমাদিউস সানি ১৪৪২
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশিত: ২ জানুয়ারি ২০২১
রাজশাহীর পবায় বাল্যবিয়েতে বরের বরের ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার উপজেলার কুখন্ডী গ্রামে বাল্যবিয়েতে হানা দেয় ভ্রাম্যমাণ আদালত।
পবার কুখন্ডী সরকার পাড়া এলাকায় একটি বাল্যবিয়ের আয়োজন চলছিল। খবর পেয়ে পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা শিমুল আকতার থানা পুলিশ সাথে নিয়ে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এসময় বরের পিতা হরিয়ানপাড়ার আব্দুল খালেক আদালতকে জানায়, তার ছেলের বয়স এখন ২০ বছর। তখন বাল্যবিয়ে দেবার অপরাধে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও কুখন্ডী চকিদারপাড়ায় অভিযান চালিয়ে ১৭ বছর বয়সের এক স্কুল পড়ুয়া মেয়ের বাল্যবিয়ে বন্ধ করা হয়। এসময় ১৮ বছর না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দেবে না মর্মে তার অভিভাবকের কাছ থেকে মুচলেকা নেয়া হয়।
amarrajshahi.com
সর্বশেষ
জনপ্রিয়