শনিবার ০৬ মার্চ ২০২১ ||
ফাল্গুন ২২ ১৪২৭
|| ২২ রজব ১৪৪২
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২০
রাজশাহীর পুঠিয়ায় যাত্রীবাহী বাসের চাকায় পৃষ্ট হয়ে আলম আলী (৬০) নামের এক মোটরসাইকেল যাত্রী নিহত হয়েছে। নিহত ব্যাক্তি উপজেলার ভালুকগাছী ইউনিয়নের চকদোমাদী গ্রামের মৃত শহিদ উদ্দিনের ছেলে।
আজ রোববার সকাল সাড়ে ১০ টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কে উপজেলার বানেশ্বর পিরের ঢালান নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নাটোর থেকে রাজশাহীগামী আগমন পরিবহন (ঢাকা মেট্রো ব ১৫-৭১৯৫) নামের একটি যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে নিহতের ঘটনা ঘটে।
মহসাড়কের পাশ দিয়ে যাওয়া নিহত আলম ও তার ছেলে মোটরসাইকেল চালক মামুন বানেশ্বর থেকে বাজার করে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে রাস্তার উপর ছিটকে পরলে নিহত আলম বাসের চাকায় পৃষ্ট হয়ে ঘটনা স্থলেই নিহত হন। এবং চালক মামুন রাস্তার নিচে পরলে তিনি প্রানে বেচে যান।
পবা হাইওয়ে থানার ইনচার্জ লুৎফর রহমান জানান, বাসটিকে আমরা রাজশাহী থেকে আটক করে থানায় নিয়ে এসেছি এবং একটি দুর্ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
amarrajshahi.com
সর্বশেষ
জনপ্রিয়