মঙ্গলবার ০৬ জুন ২০২৩ ||
জ্যৈষ্ঠ ২৩ ১৪৩০
|| ১৭ জ্বিলকদ ১৪৪৪
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২০
রাজশাহী নগরীতে ‘নিলেক্স লিমিটেড’ এর ১ম বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার রাজশাহীতে এ বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, নিলেক্স লিমিটেড রাজশাহীর চেয়ারম্যান ও রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি রকি কুমার ঘোষ, ম্যানেজিং ডিরেক্টেও হাবিবুর রহমান ও রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি মো. শফিকুজ্জামান শফিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে রকি কুমার ঘোষ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এর নিরলস প্রচেষ্টায় তরুণদের প্রযুক্তি জ্ঞান নির্ভর করা সম্ভব হচ্ছে। এর ফলে রাজশাহীর শিক্ষিত তরুণ সমাজকে ফ্রিল্যাংসিং শিখিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করার সুযোগ পাচ্ছি।
তিনি আরো বলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ভাই রাজশাহীতে বঙ্গবন্ধু হাইটেক পার্ক নিমার্ণ করার উদ্যোগ নিয়েছেন। কারণ একটা রাজশাহীকে আর পিছিয়ে রাখতে চান না তারা। রাজশাহীও রাজধানীর সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে যেতে পারে। এই হাইটেক পার্কে শিক্ষিত তরুণ সমাজদের দক্ষতা বৃদ্ধি করার জন্য ট্রেনিং দেয়া শুরু হয়ে গেছে। আর কিছুদিনের মধ্যে রাজশাহীর বেকারত্ব আর থাকবে না। বসে থাকতে হবে না পড়াশোনা শেষ করা শিক্ষিত ছেলেমেয়েদের।
amarrajshahi.com
সর্বশেষ
জনপ্রিয়