শনিবার ১০ জুন ২০২৩ ||
জ্যৈষ্ঠ ২৬ ১৪৩০
|| ২১ জ্বিলকদ ১৪৪৪
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশিত: ১৩ মে ২০২২
রাজশাহীর বাঘায় বিয়ের প্রলভনে এক বিধবা নারী ৭ মাসের অন্তঃসত্বা হয়েছে। এ বিষয়ে পুলিশকে অবগত করা হলে তাকে আদালতে মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট্র সূত্রে জানা গেছে, উপজেলার এক বিধবা নারীর সাথে বিয়ের প্রলভন দিয়ে সেন্টু আলী (৪৭) নামের এক ব্যক্তি দীর্ঘদিন থেকে দৈহিক মেলামেশা করে। মেলামেশার এক পর্যায়ে বিধাব নারী অন্তঃসত্বা হয়ে পড়েছে। তারপর তাকে বিয়ের জন্য বারবার বলা হলেও বিধবার কথা কোন কর্ণপাত করেনি সেন্টু। বর্তমানে বিধাব নারী ৭ মাসের অন্তঃসত্বা। কোন উপায় না পেয়ে
বৃহস্পতিবার (১২ মে) বাঘা থানায় এসে পুলিশকে অবগত করা হলে, তাকে আদালতে মামলা করার পরামর্শ দিয়েছেন পুলিশ। অভিযুক্ত সেন্টু আলী উপজেলার গড়গড়ি ইউনিয়নের সুলতানপুর গ্রামের মৃত আজের উদ্দিনের ছেলে। এ বিষয়ে গড়গড়ি ইউনিয়ন চেয়ারম্যান রবিউল ইসলাম বলেন, এ বিষয়ে অবগত রয়েছি। বিষয়টি স্থানীয়দের নিয়ে সমঝোতায় বসবো।
বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, এ বিষয়ে অবগত রয়েছি। তাকে আদালতের মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে।
amarrajshahi.com
সর্বশেষ
জনপ্রিয়