বুধবার ২৯ নভেম্বর ২০২৩ ||
অগ্রাহায়ণ ১৫ ১৪৩০
|| ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৫
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ মে ২০২৩
রাজশাহী নগরীর গুরুত্বপূর্ণ স্থান নগরভবন এলাকা। নগরীর দড়িখরবোনা এলাকাটি রাজশাহী নগরীর প্রাণকেন্দ্র হিসেবেও ব্যবহার হয়। নগরভবনের সামনে ফুটপাতের উপরে আছে বসার জায়গা। চলে সকাল থেকে রাত পর্যন্ত আড্ডা। বিভিন্ন বয়সীদের আড্ডা এখানে দেখা যায়।
সেখানে গিয়ে দেখা যায়, যারা এখানে আড্ডা দেন এক তৃতীয়াংশ শিক্ষার্থী। কাদিরগঞ্জ এলাকায় বিভিন্ন কোচিং ও প্রাইভেট সেন্টারগুলোতে এরা এখানে পড়তে আসে। এখানকার আড্ডাকে কেন্দ্র করে গড়ে উঠেছে বিভিন্ন মুখরোচক খাবারের দোকান।
স্থানীয়রা জানান, দড়িখরবোনার এই এলাকাটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। গড়ে উঠেছে বিভিন্ন ব্রান্ডের বিপনী বিতান। প্রতিদিন এই এলাকায় মানুষের আনাগোনা থাকেও বেশ। নগর কর্তৃপক্ষেরও অফিসও এখানে। তাই সবসময় জমজমাট হয়ে থাকে।
বুধবার (২৪ মে) বিকেলে সেখানে একা বসেছিলেন ষাটোর্দ্ধ আবদুল লতিফ। তিনি বলেন, নগরীর একটি বেসরকারি অফিসে চাকরি করি। অফিস শেষ হওয়ার এদিক দিয়ে যাওয়ার সময় এখানে বসে আরাম করি। নগরীতে এমন শীতল জায়গা খুঁজে পাওয়া মুশকিল তাও প্রধান সড়কের পাশে। এখানের গাছগুলো দারুণ লাগে, তাই এখানে প্রকৃতিরে ছোঁয়াও পাওয়া যায়।
একই স্থানে বসে আড্ডা দিচ্ছিলেন সমুদ্র ও সানজিদা নামের দুই শিক্ষার্থী। তারা জানালেন, এই এলাকায় একটি কোচিংয়ে পড়তে আসি। বিকেলে কোচিং শেষ হয়ে গেলে এখানে বসে থাকি। জায়গাটি চমৎকার। বসে থাকতেও ভালো লাগে। মানুষদের ব্যস্ততাও দেখা যায়।
দড়িখরবোনা এলাকার চায়ের দোকানি মো. সেলিম বলেন, দীর্ঘ সময় এই এলাকায় চা বিক্রি করছি। এই মোড় থেকে মহিলা কলেজ, মালোপাড়া হয়ে গণকপাড়া পর্যন্ত সড়ক প্রশস্ত হয়েছে তাই এখানে দুর্ঘটনাও কমে গেছে। এই মোড়টিও অনেক বড় হয়েছে। বিভিন্ন বয়সী মানুষজন আসে এখানে আড্ডা দিতে। ব্যবসাও ভালো হয়।
amarrajshahi.com
সর্বশেষ
জনপ্রিয়