শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ ||
আশ্বিন ১৪ ১৪৩০
|| ১৪ রবিউল আউয়াল ১৪৪৫
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২২
রাজশাহীর মোহনপুর উপজেলা নবাগত উপজেলা নির্বাহী অফিসার ফাতেমাতুজ্-জোহরাকে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
আজ সোমবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টার সময় ফুলের ডালা দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো. আরিফুল কবীর, আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মো. রাশেদুল ইসলাম, সিনিয়র স্টাফ নার্সিং মার্শাল হোসেন, প্রধান সহকারী আমেনা খাতুন, অফিস সহকারী কবীর হোসেন প্রমুখ।
গত ৮ সেপ্টেম্বর মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে তিনি যোগদান করেন। তিনি ৩৪ তম বিসিএস ক্যাডার হিসেবে কর্মজীবন শুরু করেন। ওই শুভেচ্ছা ও মতবিনিময়ের সময় উপজেলার স্বাস্থ্য সেবার গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। তিনি ইউএনও হিসেবে যোগদানের পর উপজেলার সকল শ্রেণী-পেশার মানুষের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।
amarrajshahi.com
সর্বশেষ
জনপ্রিয়