বুধবার ২৭ জানুয়ারি ২০২১ ||
মাঘ ১৪ ১৪২৭
|| ১৩ জমাদিউস সানি ১৪৪২
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি ২০২০
রাজশাহীর মোহনপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে চার জনকে গ্রেফতার করেছে মোহনপুর থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে- মোহনপুর উপজেলার মতিহার স্কুলপাড়া গ্রামের মৃত হাসান সরদার এর ছেলে বেলাল হোসেন (৪৪), হরিদাগাছী গ্রামের মৃত আফাজ উদ্দিন স্বর্ণকার এর ছেলে আজাহার আলী ( ৫২), ধোরসা মোল্লা পাড়া গ্রামের আক্কাস আলীর ছেলে শহিদুল ইসলাম (৪৪) এবং মাদকদ্রব্য সেবনের অপরাধে গ্রেফতার হন উপজেলার ধূরইল গ্রামের মৃত জয়েন সোনারের ছেলে মুকুল সোনার( ৩৮)।
মোহনপুর থানার ওসি মোস্তাক আহম্মেদ জানান, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে। তাদের নামে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের পর আদালতে মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।
amarrajshahi.com
সর্বশেষ
জনপ্রিয়