শুক্রবার ১৫ জানুয়ারি ২০২১ ||
মাঘ ২ ১৪২৭
|| ০১ জমাদিউস সানি ১৪৪২
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশিত: ২২ মে ২০২০
রাজশাহী জেলা পুলিশের আয়োজনে রাজশাহী এলাকার অসহায় দুস্থ দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে ঈদ-উল-ফিতর উপলক্ষে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার বেলা ১১টায় জেলা পুলিশ লাইন্স মাঠে প্রতিবন্ধীদের মাঝে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী পুলিশ সুপার মো. শহিদুল্লাহ বিপিএম, পিপিএম। এছাড়াও জেলা পুলিশের অন্যান্য অফিসারবৃন্দ।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. ইফতেখায়ের আলম জানান, মহামারি করোনা ভাইরাসের প্রভাবে সারাদেশে সংকটময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তাই করোনা ভাইরাসে উদ্ভূত পরিস্থিতিতে সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচী বাস্তবায়নের পাশাপাশি সমাজের পিছিয়ে থাকা অসহায় দৃষ্টিপ্রতিবন্ধীদের মাঝে রাজশাহী জেলা পুলিশের পক্ষ থেকে এ ঈদসামগ্রী বিতরণ করা হয়। এ সময় করোনা ভাইরাস প্রতিরোধ বিষয়ক সচেতনতামুলক প্রচারণাও চালানো হয়।
amarrajshahi.com
সর্বশেষ
জনপ্রিয়