মঙ্গলবার ২৮ জুন ২০২২ ||
আষাঢ় ১৩ ১৪২৯
|| ২৮ জ্বিলকদ ১৪৪৩
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশিত: ২৩ জুন ২০২২
দেশে সম্প্রতিক সময়ে ভয়াবহ সংকটের নাম ‘বন্যা’। হাজারো মানুষের স্বাভাবিক জীবনযাপনকে বন্যার ঢল ভাসিয়ে নিয়ে গেছে। স্মরণকালের আকস্মিক এই বন্যার প্রভাবে খাদ্য, বস্ত্র, চিকিৎসাসহ নানা সংকটে লাখো মানুষ মানবেতর জীবনযাপন করছে। বন্যাকবলিত মানুষের দুঃখ-দুর্দশায় আঁচড় কেটেছে হাজারো মানুষের হৃদয়ে। তবে শুধু আঁচড় কাটার মধ্যেই সীমাবন্ধ নেই রাজশাহীর প্রগতিশীল তারুণ্যের হৃদয়।
বনভাসিদের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে নেমেছেন রাস্তায়। পথে পথে গান গেয়ে, সাইকেলিং করে, শারীরিক কসরতসহ নিজেদের প্রতিভাগুলো প্রদর্শনের মাধ্যমে পথচারীদের দৃষ্টি আকর্ষণ করছেন তারা। নিজেদের সামর্থ অনুযায়ী বনভাসিদের পাশে দাঁড়ানোর আহ্বান তারুণ্যের কন্ঠে।
রাজশাহীর সামাজিক ও সাংস্কৃতিক তরুণ সংগঠনগুলো নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে অর্থ সংগ্রহ করছেন। গতকাল বুধবার (২২ জুন) বিকেলে নগরীর অলকার মোড় হয়ে জয় বাংলা চত্বর (বাটার মোড়) গিয়ে গানের আসর, সাইকেলিং ও শারীরিক কসরত প্রদর্শন করে অর্থ সংগ্রহ করতে দেখা যায়, সাংস্কৃতিক সংগঠন অনেশ্বর, সাইকেলিং ০.৬ গ্র্যাভিটি রাইডার্স ও স্যালভেশন নামক তিনটি তরুণ সংগঠনকে।
নগরীর বিভিন্ন বিনোদন কেন্দ্র, জনবহুল মোড়ে মোড়ে গান গেয়ে বন্যার্তদের জন্য অর্থ সংগ্রহ করতে দেখা গেছে, গানের দল স্বরব্যাঞ্জো, রাবির ক্যাম্পাস বাউলিয়া ও অমরত্ব-এর শিল্পীদের। এছাড়া রাজশাহী কলেজ সাধারণ শিক্ষার্থীদের বান্যারেও বনভাসিদের জন্য অর্থ সংগ্রহ করতে দেখা গেছে।
অর্থ সংগ্রহের সঙ্গেযুক্ত উদ্যোক্তারা বলছেন, শুধু মানুষ নয়, ওইসব অঞ্চলের পশু-পাখিদের সহযোগিতায়ও তারা ব্যতিক্রমি উদ্যোগ হাতে নিয়ে অর্থ সংগ্রহ করছেন। পশু-পাখিদের চিকিৎসার বিষয়টিও তারা গুরুত্ব দিচ্ছেন। এছাড়া নারীদের জন্য ন্যাপকিনসহ অন্যান্য সহযোগিতার বিষয়েও তাদের পরিকল্পনা আছে।
অনেশ্বর ব্যান্ড দলের শিল্পী রাজশাহী বিশ^বিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোমিনুর রহমান আকাশ জানান, সিলেট, সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ বন্যায় লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। পানিবন্দি মানুষ বাড়ি-ঘর ছেড়ে আশ্রয় নিয়েছেন রাস্তাসহ নিরাপদ কোনো আশ্রয়স্থলে। এসব বানভাসি মানুষদের পাশে দাঁড়িয়েছেন দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। শিক্ষার্থী ও গানপ্রিয় মানুষ হিসেবে নিজের জায়গা থেকে সামাজিক দায়বদ্ধতার কারণে পথে নেমেছি। এই উদ্যোগের ফলে একজন মানুষও যদি উপকৃত হয় তাহলে আমাদের পরিশ্রম সার্থক হবে।
পথচারী আঞ্জুমানা আরা বেগম বলেন, তরুণ ছেলে-মেয়েরা সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে যে উদ্যোগ নিয়েছে এটা প্রশংসনীয়। অনেকেই এটিকে নেতিবাচক হিসেবে দেখলেও এটা তাদের দৃষ্টিভঙ্গির সমস্যা। একজন মানুষ অপর মানুষের দুঃখ-দুর্দশায় এগিয়ে আসবে এটাই মানবিকতা। সেই মানবিক জায়গা থেকে ছোট্ট ছোট্ট বাচ্চাসহ তরুণরা রাস্তায় নেমেছে। এ থেকে অন্যদেরও শিক্ষা নেয়া উচিত।
সাইকেলিং ০.৬ গ্র্যাভিটি রাইডার্স সভাপতি জুবাইর হোসেন বলেন, এখানে আমরা মানবিকতার খাতিরে এসেছি। দেশের প্রতিটা জায়গায় একটু একটু করে যদি মানুষ সাহায্যে এগিয়ে আসে তবে দুর্যোগ থেকে বনভাসিরা নিজেদের ওভারকাম করতে পারবে। রাজশাহী কলেজের শিক্ষার্থী আনোয়ার হোসেন জানান, রাজশাহী কলেজ সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে কলেজের শিক্ষার্থীদের কাছে বনভাসিদের জন্য অর্থ সংগ্রহ করছেন তারা।
গতকাল বুধবার (২২ জুন) দিনব্যাপি কলেজের ভেতরে বুথ স্থাপন করে অর্থ সংগ্রহ করা হয়েছে। মোটামুটি ভালো সাড়া মিলেছে। নিজ নিজ জায়গা থেকে বনভাসিদের পাশে দাঁড়ানোর আহ্বান এই শিক্ষার্থীর।
amarrajshahi.com
সর্বশেষ
জনপ্রিয়