মঙ্গলবার ০৯ মার্চ ২০২১ ||
ফাল্গুন ২৪ ১৪২৭
|| ২৫ রজব ১৪৪২
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি ২০২১
রাজশাহীতে বাসায় দাওয়াত দিয়ে ডেকে পশ্চিমাঞ্চল রেলওয়ের এক কর্মকর্তাকে নগ্ন করেছিলেন দুই নারী ও এক যুবক। তারপর তোলা হয়েছিল ছবি। ধারণ করা হয়েছিল ভিডিও চিত্রও। সেসব ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে দাবি করা হয়েছিল ১০ লাখ টাকা। অভিযোগ পেয়ে এই তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ রোববার সকালে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানা পুলিশের একটি দল অভিযোন চালিয়ে তাদের গ্রেপ্তার করে। পুলিশ বলছে, এরা একটি চক্রের সদস্য। ফাঁদে ফেলে বাসায় ডেকে ব্ল্যাকমেইল করে অর্থ আদায় করা ছিল তাদের পেশা। গ্রেপ্তার তিনজন হলেন, রাজশাহী মহানগরীর উপশহর এলাকার আবদুর রহিমের মেয়ে সাবিনা ওরফে রজনী (২৫), নগরীর বড় বনগ্রাম ফুলতলা এলাকার আবদুর রশিদের ছেলে আবদুল গাফফার (৩০) এবং নামোভদ্রা এলাকার রিয়াজ উদ্দিনের মেয়ে রিয়া আক্তার পাখি (১৯)। ওই রেল কর্মকর্তার বরাদ দিয়ে বোয়ালিয়া মডেল থানার ওসি নিবারণ চন্দ্র বর্মন জানান, সাবিনা মাঝে মধ্যে ট্রেনে ঢাকায় যাতায়াত করতেন। সেই সুবাদে ওই রেল কর্মকর্তার সাথে তার পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে সাবিনা তাকে নিজের বাড়িতে দাওয়াত দেন। শনিবার সন্ধ্যার পর ওই কর্মকর্তা তার বাড়িতে যান। এ সময় সাবিনা তাকে চা পান করতে দেন। এরই মধ্যে সেখানে রিয়া ও গাফফার যান।
ওসি বলেন, তারা ওই রেল কর্মকর্তাকে জোরপূর্বক নগ্ন করে ছবি তোলা শুরু করেন। ভিডিও চিত্রও ধারণ করেন। সেই ভিডিও চিত্র ইন্টারনেটে ছেড়ে দিয়ে ভাইরাল করার ভয় দেখিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। কিন্ত ওই রেল কর্মকর্তা জানায় তার কাছে ১০ লাখ টাকা নেই।
এ সময় ওই তিনজন তার কাছে থাকা একটি সোনার আংটি কেড়ে নেন এবং নন জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর করে নেন। এরপর বাইরে এসে বিকাশের মাধ্যমে ১০ হাজার টাকা নেন তারা।
ওসি নিবারণ বলেন, এ ঘটনায় রাতেই বোয়ালিয়া থানায় অভিযোগ করেন ভুক্তভোগী রেল কর্মকর্তা। এরপর সকালে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ আট হাজার টাকা, ৩৫ হাজার টাকা মূল্যের সোনার আংটি, স্বাক্ষরিত নন-জুডিসিয়াল স্ট্যাম্প এবং তাদের মুঠোফোন থেকে রেল কর্মকর্তার নগ্ন ছবি ও ভিডিও জব্দ করা হয়।
ওসি আরও জানান, এ নিয়ে ভুক্তভোগী দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এরা আর কার কার সঙ্গে এ ধরনের ব্ল্যাকমেইলের ঘটনা ঘটিয়েছেন তা জানতে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
amarrajshahi.com
সর্বশেষ
জনপ্রিয়