শনিবার ২৩ জানুয়ারি ২০২১ ||
মাঘ ৯ ১৪২৭
|| ০৯ জমাদিউস সানি ১৪৪২
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০২০
রাজশাহীতে ইসলামী ছাত্রশিবিরের সাত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিাবগত রাতে নগরীর হেতেমখাঁ এলাকার একটি ছাত্রাবাস থেকে তাদের আটক করা হয়। রাজশাহী নগরীর বোয়ালিয়া থানা পুলিশ এ অভিযান চালিয়েছে।
আজ শুক্রবার দুপুরে নাশকতার পরিকল্পনার মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের কারাগারে পাঠানো হয় বলে বোয়ালিয়ার থানার ওসি নিবারণ চন্দ্র বর্মন জানিয়েছেন।
আটক সাতজনের মধ্যে রাজশাহী কলেজ শিবিরের সভাপতি রায়হান আলীও আছেন। বাকি ছয়জন শিবির কর্মী। তারা ভর্তিচ্ছু শিক্ষার্থী।
আটক রায়হান আলীর বাড়ি রাজশাহীর পুঠিয়া উপজেলার মঙ্গলপাড়া গ্রামে। বাবার নাম মোসলেম উদ্দীন। শিবির নেতা রায়হান রাজশাহী কলেজের হিসাববিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।
ওসি নিবারন চন্দ্র বর্মন জানান, আটকদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
amarrajshahi.com
সর্বশেষ
জনপ্রিয়