সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ ||
অগ্রাহায়ণ ২৭ ১৪৩০
|| ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৫
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৩
রাজশাহীতে পৃথক অভিযানে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। আজ সোমবার (৬ নভেম্বর) সকাল ১০টার দিকে র্যাব-৫ রাজশাহীর মিডিয়া উইং থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতার দুই মাদক কারবারি হলেন— জেলার পবা উপজেলার বজরাপুর এলাকার মৃত শুকচাঁন মন্ডলের ছেলে মো. শাহ আলম (৪৫) ও পুঠিয়া উপজেলার কানরা এলাকার হায়াত আলীর ছেলে জাহিদুল ইসলাম (৩৫)।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানিয়েছে, রোববার (৫ নভেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পবার বজরাপাড়া এলাকার ইসমাইল হোসেন নামে এক ব্যক্তির ফ্ল্যাট বাসায় অভিযোন পরিচালনা করে সংস্থাটির সদস্যরা। এসময় পশ্চিমমুখী এক তলা ফ্ল্যাট বাসার ডাইনিংয়ের মধ্যে ক্রয়-বিক্রয়রত অবস্থায় প্রায় দুই কেজি গাঁজাসহ শাহ আলমকে গ্রেফতার করে।
এছাড়া, একইদিন (৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলার দুর্গাপুর উপজেলার পালী বাজার এলাকায় মজিবর নামে এক ব্যক্তির মুদি দোকানের সামনে দুর্গাপুর টু শিবপুরগামী পাকা রাস্তার ওপর ইজিবাইকে অভিযান পরিচালনা করে র্যাব। সেখানে ৪০০ গ্রাম হেরোইনসহ জাহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ডিএমপির তেজগাঁও থানার একটি মাদক মামলা আদালতে বিচারাধীন।
এ দুই মাদক কারবারির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে তাদের পবা ও দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে র্যাব।
amarrajshahi.com
সর্বশেষ
জনপ্রিয়