সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ ||
অগ্রাহায়ণ ২৭ ১৪৩০
|| ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৫
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৩
রাজশাহীতে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কেউ হতাহত হয়নি। গতকাল রোববার (১৯ নভেম্বর) রাত ৯টা ৫০ মিনিটে পুঠিয়া উপজেলার ধোপাপাড়া এলাকায় এ অগ্নিসংযোগ করা হয়।
রাজশাহীর পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জাগো নিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাজশাহীর তাহেরপুর এলাকায় অজ্ঞাত দুই দুষ্কৃতিকারী বাসটি পেট্রোল বোমা ছুড়ে মারে। মুহূর্তে আগুন ধরে যায় বাসটিতে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।
ওসি আরও বলেন, দুষ্কৃতিকারীদের ধরা সম্ভব হয়নি। তবে এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে।
amarrajshahi.com
সর্বশেষ
জনপ্রিয়