বৃহস্পতিবার ৩০ মার্চ ২০২৩ ||
চৈত্র ১৫ ১৪২৯
|| ০৮ রমজান ১৪৪৪
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশিত: ১৬ মার্চ ২০২৩
রাজশাহীর দুর্গাপুর উপজেলায় পুকুর থেকে আমান (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। সে দুর্গাপুর পৌর এলাকার ধরমপুর গ্রামের আশরাফ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকল বুধবার (১৫ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে খুঁজে তার মরদেহ উদ্ধার করে এলাকাবাসী।
শিশুটির মামা এনামুল হক বলেন, দুপুর ২টার দিকে সে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পরে তাকে পাওয়া যায়নি। সন্ধ্যায় এলাকায় মাইকিং করা হয়। রাত সাড়ে ৯টার দিকে বাড়ির পাশে পুকুরে আমানের মরদেহ ভেসে উঠে।
বিষয়টি নিশ্চিত করে দুর্গাপুর থানার ওসি নাজমুল হক বলেন, বিষয়টি জানার পরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
amarrajshahi.com
সর্বশেষ
জনপ্রিয়