মঙ্গলবার ০৬ জুন ২০২৩ ||
জ্যৈষ্ঠ ২৩ ১৪৩০
|| ১৭ জ্বিলকদ ১৪৪৪
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ মে ২০২৩
রাজশাহী নগরীর তালাইমারি শহিদ মিনার মাঠে মাসব্যাপি কুটির শিল্প মেলা চলছে। দেশের বিভিন্ন স্থান থেকে আগত ক্ষুদ্র ও কুটির শিল্পের উদ্যোক্তারা তাদের রকমারি পণ্যের সমাহার নিয়ে মেলায় এসেছেন। প্রত্যাশা অনুযায়ী ক্রেতা থাকায় খুশি উদ্যোক্তারা।
গতকাল শুক্রবার (১৯ মে) মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা গেছে, মেলায় আগত দর্শনার্থীরা এক স্টল থেকে আর এক স্টল ঘুরে ঘুরে দেখছেন। পণ্যের দাম-দর করছেন। পছন্দ ও দামের সঙ্গে সঙ্গতি হলে কিনে নিচ্ছেন। কেউ বা আবার শুধু ঘুরে ঘুরে দেখছেন।
মাসব্যাপি ক্ষুদ্র কুটির শিল্প ও পণ্য মেলায় দর্শনার্থীদের ভিড় জমে উঠেছে। পরিবার-পরিজন নিয়ে কেউ এসেছেন কেনাকাটা করতে, আবার অনেকে এসেছেন ঘুরতে। নানা রকমের খাবারের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। পাশাপাশি বাচ্চাদের বিনোদনের জন্য রয়েছে বিভিন্ন রকমের রাইড। এতে দারুণ খুশি শিশু-কিশোররা। মেলার দর্শনার্থীরা জানান, প্রায় সব ধরনের পণ্যই আছে। বিশেষ করে শিশুরা মেলায় এসে তারা অনেক খুশি।
মেলার আয়োজকরা জানান, প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলছে এই মেলা। জেলা প্রশাসনের সহযোগিতায় সুন্দর পরিবেশে মেলা হচ্ছে।
পুরো মেলায় ক্রেতাদের দৃষ্টি আকর্ষণের মতো অনেক স্টলই আছে। হস্ত ও কুটিরশিল্পের বাহারি পণ্যও মিলছে সেখানে। মাটির গয়না, ঘর সাজানোর পণ্য থেকে শুরু করে খেলনা, কাপড়, মুখরোচক খাবারসহ নান্দনিক সব পণ্যের প্রদর্শনী আছে।
বেসরকারি চাকরিজীবী নাসিমা আক্তার বলেন, আজ অফিসের সাপ্তাহিক ছুটি। শুক্রবার সাথে আকাশটাও অনেকটা মেঘলা। রোদে বা গরমের ভয় নেই। তাই মনে করলাম মেলা থেকে ঘুরে আসি। মেলায় এসে অনেক ভাল লাগছে। আমার দুই সন্তান বিভিন্ন রাইডে চড়েছে। বিভিন্ন খেলনা ও মুখরোচক খাবারও খেয়েছে। তুলনামূলকভাবে বিভিন্ন পণ্যের দাম কমই পেয়েছি। স্টলগুলোতে দেখে দেখে যাচাই করে কিনতে পেরেছি।
তরুণ উদ্যোক্তা নাজমুল হকের খেলনার দোকান আছে মেলায়। তিনি বলেন, মাসব্যাপি এই মেলায় বেচাবিক্রি ভালোই হচ্ছে। অভিভাবকসহ শিশুরা আসছেন। দোকানে পছন্দ হলে কিনছেন। না হলে কিনছেন না। দামও কম রাখা হচ্ছে।
ক্ষুদ্র ও কুঠির শিল্প মেলার আয়োজক জয়িতা সম্মাননাপ্রাপ্ত নারী উদ্যোক্তা সুলতানা পারভীন বলেন, দেশের বিভিন্ন এলাকার পণ্যের সঙ্গে পরিচয় করিয়ে দিতেই এই মেলার আয়োজন। প্রত্যন্ত অঞ্চলের মানুষের হাতে তৈরি এসব পণ্য প্রচারের জন্যই আমরা এখানে এসেছি। মেলার মূল উদ্দেশ্য প্রদর্শণী। তবে বিক্রিও করছি আমরা। ক্রেতারা দেখে শুনে ভালো লাগলে কিনে নিচ্ছেন।
তিনি বলেন, মেলা চলাকালীন কিছু সমস্যা সৃষ্টি হওয়ায় সাময়িক বন্ধ ছিলো। তবে এখন আর কোন সমস্যা নাই। এই মেলা সফল হলে ভবিষ্যতে বড় পরিসরে আবারও মেলার আয়োজন করা হবে।
amarrajshahi.com
সর্বশেষ
জনপ্রিয়