মঙ্গলবার ০৬ জুন ২০২৩ ||
জ্যৈষ্ঠ ২৩ ১৪৩০
|| ১৭ জ্বিলকদ ১৪৪৪
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশিত: ২২ আগস্ট ২০২১
রাজশাহীর বাঘা উপজেলার বাজুবাঘা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ তেপুকুরিয়া গ্রামে ৩০০ মিটার পাকা রাস্তার জন্য ১০০ পরিবার চরম দুর্ভোগে রয়েছে। আজ রোববার (২২ আগস্ট) এই কাচা রাস্তা দিয়ে একটি অটো নিয়ে যাওয়ার পথে কাদায় আটকে পড়ে। পরে স্থানীয়দের সহায়তায় রাস্তা পায় হয়। এমন ঘটনা প্রতিদিনের তাদের।
জানা যায়, উপজেলার বাঘা-আড়ানী মূল সড়কের মাঝামাঝি স্থানে তেপুকুরিয়া গ্রাম। এই গ্রামের পূর্বে প্রায় শতাধিক পরিবার বসবাস করেন। মসজিদের পাশ দিয়ে চলে গেছে কাচা রাস্তা। এই রাস্তা দিয়ে প্রতিদিন প্রায় ৪ শতাধিক মানুষ চলাচল করে। একটু বৃষ্টি হলেই কাদায় পরিণত হয়।
এই পরিবারগুলোর মধ্যে অধিকাংশই দরিদ্র। তারা দিন মুজুর ও কেউ কেউ অটো এবং ভ্যান চালক। এই গ্রামের মানুষ কয়েকবার রাস্তাটি পাকা করনের জন্য বিভিন্নস্থানে আবেদন করেও কোনো সুরাহ হয়নি। ফলে তারা কাদার মধ্যেই চলাচল করতে হয়।
তেকুকুরিয়া গ্রামের বসবাসকারী অটোচালক মোহাম্মদ আলী বলেন, ভাই একটু বৃষ্টি হলে এই রাস্তা দিয়ে যাওয়া যায় না। মূল রাস্তা থেকে আমার বাড়ির দূরত্ব প্রায় ২৫০ মিটার। কাদার ভয়ে অটো বের করতে পারিনা। গরিব মানুষ অটো না চালালে সংসারও চলে না। বাধ্য হয়েই অটো রাস্তায় বের করতে হয়। সারাদিন রাস্তায় অটো চালিয়ে সন্ধ্যায় বাড়ি ফিরতে হলে এই কাদা পার হতে হলে অন্যের সহযোগিতা ছাড়া যাওয়া যায় না।
অপর দিকে স্থানীয় এক কৃষক আলী হোসেন বলেন, মাঠে আমার জমি আছে। এই জমির আবাদ বাড়িতে আনতে গেলে কাদার মধ্যে দিয়ে চলাচল করতে হয়। কোনো কোনো সময় ভ্যানে আনতে হলে এই সামান্য রাস্তার জন্য অতিরিক্ত ভাড়া দিতে হয়। এই রাস্তাটুকুর জন্য অনেক কষ্টে আছি। রাস্তাটি পাকা হওয়া অতিজরুরি।
বাজুবাঘা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের তেপুকুরিয়া গ্রামের মেম্বর জলফিকার আলী বলেন, রাস্তাটির বিষয়ে আমি নিজেও কয়েকবার বিভিন্নস্থানে আবেদন করেছি। কিন্তু কোনো ব্যবস্থা নেয়া হয়নি। তবে এর আগে এই রাস্তায় মাটি কাটা হয়েছিল। বর্ষা মৌসুমে এই এলাকার মানুষ অনেক কষ্ট করে চলাচল করেন।
উপজেলা প্রকৌশলী রতন কুমার ফৌজদার বলেন, রাস্তাটির বিষয়ে সরেজমিনে তদন্ত করে পাকা করনের জন্য ব্যবস্থা নেয়া হবে।
amarrajshahi.com
সর্বশেষ
জনপ্রিয়