সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ ||
অগ্রাহায়ণ ২৭ ১৪৩০
|| ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৫
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৩
রাজশাহীতে মাদক মামলায় এক ব্যক্তির ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত৷ সেই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ বুধবার (২৭ সেপ্টেম্বর) রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার এই রায় দেন। রায় ঘোষণার সময় আসামি উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্ত আসামির নাম হাফিজুল ইসলাম (৪০)। তিনি বাঘা উপজেলার হনুফা চাইপাড়া গ্রামের মৃত আলিম উদ্দিনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন দ্রুত বিচার ট্রাইব্যুনালের স্পেশাল পিপি এন্তাজুল হক বাবু। তিনি বলেন, ২০১৭ সালের এপ্রিল মাসের চার তারিখে ৬০০ পিস ইয়াবাসহ পুলিশের হাতে গ্রেফতার হয় হাফিজুল ইসলাম। এরপর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।
এরপর তার বিচার শুরু হয়। স্বাক্ষ্য প্রমাণ শেষে বিচারক এই রায় প্রদান করেন।
amarrajshahi.com
সর্বশেষ
জনপ্রিয়