রোববার ০১ অক্টোবর ২০২৩ ||
আশ্বিন ১৫ ১৪৩০
|| ১৬ রবিউল আউয়াল ১৪৪৫
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৩
রাজশাহীর কাটাখালী পৌর এলাকা থেকে ১২৫ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-৫। গত সোমবার (১১ সেপ্টেম্বর) চক কাপাশিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাদক কারবারি নাম মাসুদ রানা (৩৫)। তিনি পৌর এলাকার শ্যামপুরের মৃত আবদুল মজিদের ছেলে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র্যাব।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চক কাপাশিয়া এলাকায় একটি মুদি দোকানের সামনে মাদক বিক্রির উদ্দেশ্যে মাসুদ রানা অবস্থান করছিল।
র্যাবের উপস্থিতি টের পেয়ে সে দৌড়ে পালানোর চেষ্টা করে। এসময় তাকে ধরে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হলে সে জানায় তার ট্রাভেল ব্যাগে ১২৫ বোতল ফেনসিডিল আছে। তাকে আটক করে নিয়ে এসে কাটাখালী থানায় হস্তান্তর করা হয় ও মাদকদ্রব্য আইনে মামলাও করা হয়েছে।
amarrajshahi.com
সর্বশেষ
জনপ্রিয়