ব্রেকিং:
সড়ক দুর্ঘটনায় এনজিওর এক মহিলা কর্মী আহত হয়েছে ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে ট্রাম্প-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক তবু আপন কর্তব্যে অবিচল সেনাবাহিনী "তারেক-খালেদাকে ‘খুনি’ বলা রফিক কালের কণ্ঠেই টিউলিপসহ রাজউকের ৯ কর্মকর্তাকে দুদকে তলব তলব করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১৮ রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৩ জন তানোরে ভুয়া এনজিওর নামে ৩৪ লাখ টাকার প্রতারণা মামলা বিধবা নারীকে পেটানোর অভিযোগ সেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে
  • মঙ্গলবার   ০২ ডিসেম্বর ২০২৫ ||

  • অগ্রাহায়ণ ১৭ ১৪৩২

  • || ১১ জমাদিউস সানি ১৪৪৭

আমার রাজশাহী
সর্বশেষ:
সড়ক দুর্ঘটনায় এনজিওর এক মহিলা কর্মী আহত হয়েছে ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে ট্রাম্প-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক তবু আপন কর্তব্যে অবিচল সেনাবাহিনী "তারেক-খালেদাকে ‘খুনি’ বলা রফিক কালের কণ্ঠেই টিউলিপসহ রাজউকের ৯ কর্মকর্তাকে দুদকে তলব তলব করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১৮ রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৩ জন তানোরে ভুয়া এনজিওর নামে ৩৪ লাখ টাকার প্রতারণা মামলা বিধবা নারীকে পেটানোর অভিযোগ সেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে
১২২

রাজশাহীতে ইউপি কার্যালয়ে মদ্যপ বিএনপি নেতার নাচের ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক:

প্রকাশিত: ২৮ আগস্ট ২০২৫  

রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে মদ্যপ অবস্থায় এক বিএনপি ও ইউপি সদস্যের নাচগানের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। গত ১৩ আগস্ট দিবালোকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

ভিডিওতে দেখা যায়, টেবিলে মদের বোতল ও গ্লাস রাখা। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য আব্দুল গাফ্ফারকে গান বাজিয়ে নাচতে দেখা যায়। এসময় আট নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও ইউপি সদস্য মাইনুল ইসলাম, মহিলা লীগ নেত্রী ও ইউপি সদস্য বেবি আরা এবং আরও কয়েকজন সদস্য উল্লাসে অংশ নেন।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। তারা বিষয়টির সুষ্ঠু তদন্ত ও জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন। কিষ্ণপুর গ্রামের বাসিন্দা আশরাফুল ইসলাম বলেন, “জনপ্রতিনিধি হয়ে ইউপি সদস্যরা অনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হতে পারেন না। জনগণ তাদের কাছে সমস্যার সমাধান আশা করে। অথচ তারা উল্টো নেতিবাচক কাজ করছেন।”

তানোর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল মালেক ক্ষোভ প্রকাশ করে বলেন, “গাফ্ফার ও মাইনুলের এ ধরনের কর্মকাণ্ড বিএনপির ভাবমূর্তি নষ্ট করছে। তারা হত্যা মামলার আসামি হয়েও দলের সুনাম ক্ষুণ্ন করছে। তাদের দ্রুত বহিষ্কার করা উচিত।”

তবে অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতা গাফ্ফার বলেন, “আমরা হাঁস কিনে খাওয়া-দাওয়া করেছি। মদপানের অভিযোগ সঠিক নয়। কিছু মানুষ বিভ্রান্তি ছড়াচ্ছে।” মাইনুল ইসলামও দাবি করেন, “নাচ-গান হয়েছে বটে, কিন্তু সেখানে মদ ছিল না, কেবল পানির বোতল ছিল।”

অন্যদিকে রাজশাহী স্থানীয় সরকার বিভাগের পরিচালক জাকিউল ইসলাম বলেন, “ঘটনাটি আমার জানা নেই। ইউএনও বিষয়টি দেখবেন। ইউপি সদস্যরা আচরণবিধি ভঙ্গ করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

উল্লেখ্য, এর আগে গত মার্চে পাঁচন্দর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিলে দুই গ্রুপের সংঘর্ষে গানিউল ইসলাম নিহত হন। ওই হত্যা মামলার আসামি হিসেবে ইউপি সদস্য আব্দুল গাফ্ফার ও মাইনুল ইসলাম বর্তমানে জামিনে আছেন।

আমার রাজশাহী
আমার রাজশাহী
নগর জুড়ে বিভাগের পাঠকপ্রিয় খবর