মঙ্গলবার ০৬ জুন ২০২৩ ||
জ্যৈষ্ঠ ২৩ ১৪৩০
|| ১৭ জ্বিলকদ ১৪৪৪
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২০
সহায়তা পাঠানোর পূর্বে রুসাকের সদস্যরা।
করোনা ভাইরাসে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ অসহায় অস্বচ্ছল পরিবারদের পাশে সামগ্রী নিয়ে দাঁড়িয়েছে রাজশাহী বিশ্ববিদ্যািলয়ে চুয়াডাঙ্গা জেলার পড়ালেখাকারী শিক্ষার্থীদের সংগঠন ‘রাজশাহী ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব চুয়াডাঙ্গা’-(রুসাক)। বুধবার বিকেলে চুয়াডাঙ্গা জেলার চারটি উপজেলার বিভিন্ন এলাকার গরীব দুঃখী মানুষদের জন্য তারা এসব উপহার সামগ্রী বিতরণ করেন।
রুসাকের সদস্যরা জানান, বুধবার তারা ৫২ টি পরিবারের মধ্যে এই উপহার সামগ্রী বিতরণ করেন। প্যাকেটজাত করে এসব পরিবারের কাছে তারা চাল, ডাল, আটা, আলু, লবণ প্রভৃতি পৌঁছে দেন। মানুষকে দেখানোর জন্য নয় বরং দায়িত্ববোধে থেকে এসব সহযোগিতা পাঠানো হয়েছে বলে জানান সংগঠনের সদস্যরা। সেজন্য সাহায্যপ্রাপ্ত কোনো পরিবার বা ব্যক্তির কোনো ছবি উঠাননি তারা।
এ বিষয়ে রুসাকের সভাপতি ও রাবি ছাত্র মো. রাসেল বলেন, ‘আমরা একে ত্রাণ নয়, উপহার সামগ্রী নাম দিয়েছি। উপহার সামগ্রী বেছে বেছে এমন মানুষদের দেয়া হয়েছে যারা এখনো পর্যন্ত সাহায্য পায়নি অথবা খুব গরীব ও অসহায়। উপহার সামগ্রী যাদের দিয়েছি তাদের কোন ছবি তোলা হয়নি এবং অনেকের কাছে গোপনে সেগুলো দেয়া হয়েছে।’
এসময় উপস্থিত ছিলেন, রুসাকের সভাপতি মো. রাসেল, সাধারণ সম্পাদক ইসরাফিল আলম, উপদেষ্টা আব্দুল হাকিম, রওনক রিমনসহ আরো অনেকে।
এন/কে
amarrajshahi.com
সর্বশেষ
জনপ্রিয়