রোববার ০১ অক্টোবর ২০২৩ ||
আশ্বিন ১৫ ১৪৩০
|| ১৬ রবিউল আউয়াল ১৪৪৫
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৩
রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন গোপালপুর গ্রাম থেকে একজন মাদক ব্যবসায়ীকে ১০০ গ্রাম হেরোইন-সহ গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
গতকাল রোববার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টায় গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হলেন, শরিফ হোসেন (২০)। সে গোদাগাড়ী থানার আদারপাড়া গ্রামের আজমাইল হোসেনের পুত্র।
জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ঘটনা সূত্রে জানা যায়, রাজশাহী জেলার ডিবি’র ইন্সপেক্টর (নিরস্ত্র) মুহাম্মদ রুহুল আমিনের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মো: মাহবুব আলম ও সঙ্গীয় ফোর্স-সহ রোববার রাত ১০:৪৫ টায় গোদাগাড়ী থানার সাব্দিপুর মোড় ও তার সন্নিহিত এলাকায় মাদক উদ্ধারের জন্য নিয়োজিত ছিলো।
গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, গোদাগাড়ী থানার গোপালপুর গ্রামস্থ চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীগামী মহাসড়কের দক্ষিণপার্শ্বে গোপালপুর নিশান হোটেল অ্যান্ড মিষ্টান্ন ভান্ডারের সামনে একজন মাদকব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রি করছিলো।
এতে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে রাত ১১:৩০ টায় শরিফ হোসেনের দেহ তল্লাশি করে তার পরিহিত জিন্স প্যান্টের ডান পকেটের মধ্য থেকে একটি সাদা স্বচ্ছ পলিথিনে মুখ বন্ধ অবস্থায় বাদামি বর্ণের গুঁড়া পদার্থ অবৈধ মাদকদ্রব্য ১০০ গ্রাম হেরোইন-সহ তাকে গ্রেফতার করে। এ ঘটনায় গ্রেফতারকৃত শরিফ হোসেনের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা রুজু হয়েছে।
amarrajshahi.com
সর্বশেষ
জনপ্রিয়