রোববার ০১ অক্টোবর ২০২৩ ||
আশ্বিন ১৫ ১৪৩০
|| ১৬ রবিউল আউয়াল ১৪৪৫
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২৩
রাজশাহীর চারঘাটে উপজেলা পর্যায়ে ৫০তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রসা, কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির গ্রীম্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে।
উপজেলা মাধ্যমিক অফিস সূত্রে জানা যায়, জাকজমকভাবে দর্শকের উপস্থিতিতে শনিবার সকালে উপজেলার চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জাতীয় স্কুল পর্যায়ে জাতীয় পতাকা উত্তোলন মাধ্যমে এ খেলার সূচনা হয়।
বিভিন্ন স্কুল, মাদ্রসা, কারিগরি শিক্ষার্থীরা গ্রীম্মকালীন খেলা ফুটবল, হ্যান্ডবল, কাবাডিসহ অন্যান্য খেলায় অংশগ্রহণ করে। প্রথমদিনে দুইটি দল অংশগ্রহণ করে, চারঘাট ইউনিয়ন বনাম ভায়ালক্ষীপুর ইউনিয়ন।
ইউএনও সোহরাব হোসেনের সভাপতিত্বে গ্রীম্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্ধোধন করেন উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম।
এসময় অন্যাদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার ভুমি মানজুরা মুশাররফ, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা সোহেল হোসেন, উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আতিকুল হক, জেলা আওয়ামী লীগ সদস্য সাইফুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার রাহিদুল ইসলাম, চারঘাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলামসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, ছাত্র/ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
amarrajshahi.com
সর্বশেষ
জনপ্রিয়