মঙ্গলবার ০৯ মার্চ ২০২১ ||
ফাল্গুন ২৪ ১৪২৭
|| ২৫ রজব ১৪৪২
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২১
রাজশাহীর বাগমারায় জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিনে ২০১৭ সালের বিএ পাশ (ডিগ্রী) পরীক্ষার ফলাফলে সমগ্র বাংলাদেশের মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন মোছাঃ রক্সিমা খাতুন। তিনি ভবানীগঞ্জ মহিলা ডিগী কলেজ থেকে এ ফলাফল অর্জন করেছেন।
রক্সিমা বাগমারা উপজেলার দ্বীপপুর ইউনিয়নের নানসোর গ্রামের এক কৃষক পরিবারে সন্তান। তার পিতা একজন কৃষক আর মা গ্রহিনী। তারা এক ভাই এক বোন। তার বড় ভাই রাজশাহী কলেজ থেকে বোটাণীতে মাষ্টার্স পাশ করছেন।
এ ফলাফলের জন্য পিতা-মাতা এবং কলেজের শিক্ষকের কাছে কৃতজ্ঞ প্রকাশ করেছেন। রক্সিমা বড় হয়ে একজন আদর্শ শিক্ষক হতে চান। রক্সিমার এ ফলাফলের জন্য ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ এরশাদ আলী জানান আমাদের শিক্ষকদের প্রচেষ্টায় এ ফলাফল হয়েছে।
amarrajshahi.com
সর্বশেষ
জনপ্রিয়