মঙ্গলবার ০৯ মার্চ ২০২১ ||
ফাল্গুন ২৪ ১৪২৭
|| ২৫ রজব ১৪৪২
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২১
রাজশাহীর তানোরে টাইগারের বোতলে বিষাক্ত কেমিক্যাল মিশিয়ে কৌশলে খাইয়ে সুমনকে হত্যা করে রুহুল আমিন (২০)। এ ঘটনায় রুহুল আমিনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রোববার গভীর রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। রুহুল আমিন উপজেলার বনকেশর গ্রামের নজরুল ইসলামের পুত্র। গ্রেফতারকৃত ওই যুবককে সোমবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়।
থানা পুলিশ জানায়, পূর্বশত্রুতার জের ধরে রুহুল আমিন গত বছরের ১১ জানুয়ারি টাইগারের বোতলে বিষাক্ত কেমিক্যাল মিশিয়ে কৌশলে একই গ্রামের মতিউরের পুত্র সুমনকে খাইয়ে দেয়। এরপর সুমনের মৃত্যু ঘটে। ঘটনাটি নিয়ে ওই সময় থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা করা হয়।
সম্প্রতি ওই ঘটনা নিয়ে সুমনের পিতা মতিউর রহমান বাদী হয়ে তানোর থানায় হত্যা মামলা দায়ের করেন। ওই মামলার সূত্র ধরে রোববার গভীর রাতে রুহল আমিনকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে থানার ওসি রাকিবুল হাসান বলেন, হত্যা মামলার সূত্র ধরে রুহুল আমিনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ওই যুবকের ৩ দিনের রিমান্ড আবেদন চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
amarrajshahi.com
সর্বশেষ
জনপ্রিয়