মঙ্গলবার ০৬ জুন ২০২৩ ||
জ্যৈষ্ঠ ২৩ ১৪৩০
|| ১৭ জ্বিলকদ ১৪৪৪
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ মে ২০২৩
রাজশাহী দুর্গাপুরে থানা মোড়ে একটি মোবাইলের দোকানের তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। এসময় বিভিন্ন ব্যান্ডের ৫০টি মোবাইল ও সিসি ক্যামেরার হার্ডডিক্স চুরি হয়। এতে তার প্রায় ১০ লাখ টাকার মালামাল চুরি হয়েছে বলে দাবি করেন দোকান মালিক জাষ্টিজ আহম্মেদ।
গতকাল রোববার রাতের কোনো এক সময় দুর্গাপুর থানার সামনে ‘জোতি টেলিকম এন্ড মোবাইল সার্ভিসিং সেন্টার নামের দোকানে এ চুরির ঘটনা ঘটে। খবর পেয়ে দুর্গাপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
দোকান মালিক জাষ্টিজ আহম্মেদ জানান, রবিবার রাত ১০টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে চলে যান তিনি। সকালে দোকানে এসে দেখতে পান দোকান ঘরের সাটারের তালা ভাঙা।
এ সময় ভেতরে গিয়ে দেখেন দোকানের ভেতরে থাকা স্যামসাং, অপ্পো, শাওমি, রিয়ালমি ও টেকনো ব্যান্ডের ৫০টি নতুন মোবাইল ও সিটি ক্যামেররা হার্ডসিক্স চুরি হয়েছে।
এছাড়া অন্যান্য বাটন মোবাইল,কাভার,ব্যাটারী চুরির ঘটনা ঘটেনি। তিনি আরো বলেন থানার সামনে বাজারে নাইটগার্ড থাকা সত্ত্বেও এমন চুরির ঘটনা কিভাবে ঘটে। এটি একটি পরিকল্পিত চুরির ঘটনা বলে দাবী তার।
এবিষয়ে দুর্গাপুর বাজার সমিতির সভাপতি আব্দুল মোতালেব বলেন, বাজারে একটি মোবাইল দোকান ঘর থেকে মোবাইল চুরির ঘটনা ঘটেছে। আমরা চুরির বিষয়েটি ক্ষতিয়ে দেখছি।
এবিষয়ে জানতে চাইলে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক বলেন, এঘটনায় এখনো কোনো অভিযোগ পাইনি। তবে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চুরি যাওয়া মালামাল উদ্ধার ও চোরদের সন্ধানে পুলিশ তৎপর রয়েছে।
amarrajshahi.com
সর্বশেষ
জনপ্রিয়