সোমবার ১৯ এপ্রিল ২০২১ ||
বৈশাখ ৬ ১৪২৮
|| ০৭ রমজান ১৪৪২
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশিত: ৬ এপ্রিল ২০২১
রাজশাহীতে এক কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম মো. রাকিব (৩৮)। রাজশাহীর কাটাখালী থানার মাসকাটাদীঘি এলাকায় তার বাড়ি। গতকাল সোমবার রাতে রাজশাহী মহানগরীর হাজরাপুকুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল এ অভিযান চালায়।
আজ মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ ব্যাপারে রাকিবের বিরুদ্ধে নগরীর কাটাখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। রাকিবের বাবার নাম আবদুর রহিম।
amarrajshahi.com
সর্বশেষ
জনপ্রিয়