মঙ্গলবার ০৬ জুন ২০২৩ ||
জ্যৈষ্ঠ ২৩ ১৪৩০
|| ১৭ জ্বিলকদ ১৪৪৪
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ মে ২০২৩
‘স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়’ এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে জনসাধারণের মাঝে ভূমি অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং ভূমি ব্যবস্থাপনায় দক্ষতা ও গতিশীলতা আনতে সারাদেশের ন্যায় রাজশাহীর পবা উপজেলাতে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন করা হয়েছে।
গতকাল সোমবার (২২ মে) বিকেলে পবা উপজেলা ভূমি অফিসের আয়োজনে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
পবা উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমা এর সভাপতিত্বে প্রধান অতিথি থেকে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য মো. আয়েন উদ্দিন।
ভূমি সহকারী কর্মকর্তা এএইচএম মাহাবুব-উর-রশিদ এর সঞ্চালনায় ভূমি সেবা সপ্তাহের উপর গুরুত্বারোপ করে স্বাগত বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) অভিজিত সরকার। এছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরজিয়া বেগম ও চেয়ারম্যান ওয়াজেদ আলী খাঁন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শামসুন্নাহার, উপজেলা রিসোর্স সেন্টার (ইউআরসি) রেহেনা আক্তার, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক পবা শাখার ব্যবস্থাপক ও ঊর্ধ্বতন মুখ্য কর্মকর্তা সরকার নাইমুন নাহার, ইউপি চেয়ারম্যান বজলে রেজভী আল হাসান মুঞ্জিল, ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ইউপি চেয়ারম্যান মফিদুল ইসলাম বাচ্চু, ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন সাব্বির, ইউপি চেয়ারম্যান শাহাদাৎ হোসাইন সাগর।
এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী, ইউনিয়ন ভূমি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, সেবা গ্রহীতা ও নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২২ থেকে ২৮ মে পর্যন্ত সপ্তাহব্যাপী ভূমি সেবা সপ্তাহ পালিত হবে। স্মাট ভূমিসেবায় ভূমি উন্নয়ন কর পরিশোধসহ ই-নামজারি, খতিয়ান (পর্চা), জমির ম্যাপ, ভূমি বিষয়ক পরামর্শ পেতে, ভূমি বিষয়ক অভিযোগ জানাতে এবং এক ফোনে সকল ভুমিসেবা পেতে ১৬১২২ কল করুন।
amarrajshahi.com
সর্বশেষ
জনপ্রিয়