মঙ্গলবার ০৬ জুন ২০২৩ ||
জ্যৈষ্ঠ ২৩ ১৪৩০
|| ১৭ জ্বিলকদ ১৪৪৪
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ মে ২০২৩
রাজশাহী বাস টার্মিনাল থেকে ঠাকুরগাঁ যাবার পথে মলম পার্টির খপ্পরে পড়ে সবকিছু খোয়ালেন জাতীয় মহিলা সংস্থার রাজশাহী জেলা কর্মকর্তা সাদেকুল ইসলাম (৫৯)।
গতকাল বুধবার (১৭ মে) দুপুর ৩টার দিকে নিজ বাড়িতে যাবার উদ্দেশে রাজশাহী মহানগরীর ভদ্রার মোড় থেকে রাজ মেট্রো পরিবহনের যাত্রী হয়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।
জাতীয় মহিলা সংস্থা রাজশাহীর কর্মকর্তা সাদেকুল ইসলাম ঠাকুরগাঁও সদরের মরহুম কেরামত উল্লাহর ছেলে।
জানা যায়, ওই বাসের যাত্রী হয়ে পুঠিয়ার বানেশ্বরে বাসস্ট্যান্ডে এলে তাকে অজ্ঞান অবস্থায় দেখতে পান পাশে বসা যাত্রী। পরে গাড়িটি পুঠিয়া সদরে পৌঁছালে যাত্রীরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে যাত্রীরা ওই বাসের দু’জনকে আটক করে পুলিশে সোপর্দ করে।
আটককৃতরা হলেন- কুষ্টিয়া সদরের ভাড়োয়াপাড়ার মকসেদ আলীর ছেলে মাহবুব আলী এবং গাইবান্ধার উত্তর গাগুয়াপাড়ার নান্নু মিয়ার ছেলে জয়নাল আবেদীন।
পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা: সাব্বির হোসেন জানান, শুধু নাম ঠিকানা ছাড়া কিছু বলতে পারেননি তিনি।
এ বিষয়ে পুঠিয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল বারী মুন্সী বলেন, যাত্রীদের সহযোগিতায় মলম পার্টির দু’জনকে আটক করা হয়েছে। আর সাদেকুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। তার কী কী খোয়া গেছে সুস্থ হওয়ার পর জানা যাবে।
amarrajshahi.com
সর্বশেষ
জনপ্রিয়