বুধবার ২৯ নভেম্বর ২০২৩ ||
অগ্রাহায়ণ ১৫ ১৪৩০
|| ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৫
আমার রাজশাহী ডেস্ক
প্রকাশিত: ১১ মার্চ ২০২৩
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একনজর দেখতে ও বক্তব্য শুনতে আওয়ামী লীগের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ছুটে আসছেন ময়মনসিংহের সার্কিট হাউজ ময়দানের জনসভাস্থলে। কেউ আসছেন বাসে, কেউবা ট্রেনে, কেউবা আবার হেঁটে হেঁটে। শনিবার (১১ মার্চ) বিকাল সাড়ে ৩টায় প্রধানমন্ত্রী জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে।
জনসভাকে কেন্দ্র করে সকাল থেকেই দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষ সভাস্থলে আসতে শুরু করেছেন। দুপুর গড়াতেই মানুষের পদচারণায় জনসভাস্থল ভরে উঠতে শুরু করেছে। পুরো ময়মনসিংহ শহরে এখন আওয়ামী লীগের নেতাকর্মী ও প্রধানমন্ত্রীকে দেখতে মানুষের ঢল নেমেছে। এদিকে, এই জনসভায় মানুষকে আনা-নেওয়ার জন্য আটটি স্পেশাল ট্রেন চলছে।
ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে গিয়ে দেখা যায়, ময়মনসিংহের গফরগাঁও থেকে আওয়ামী লীগ দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষকে ট্রেনের ছাদে, ইঞ্জিনে, ভেতরে বাইরে আসতে দেখা গেছে। গফরগাঁও থেকে আসা আওয়ামী লীগ কর্মীরা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা জনসমুদ্রে পরিণত হবে। গফরগাঁও উপজেলা থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ট্রেন, বাসসহ বিভিন্ন যানে করে ময়মনসিংহে ছুটে আসছেন শুধুমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একনজর দেখার জন্য।
গফরগাঁও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় এমপি ফাহমি গোলন্দাজ বাবেল জানান, প্রধানমন্ত্রীর জনসভায় গফরগাঁও থেকে ৫০ হাজার লোকের সমাগম হইয়ার কথা থাকলেও মানুষের মাঝে এমন সাড়া পড়েছে প্রধানমন্ত্রীকে একনজর দেখার জন্য গফরগাঁও উপজেলা থেকে কমপক্ষে এক লাখ লোক জনসভায় আসছেন।
শুধু গফরগাঁও নয়, ময়মনসিংহের বিভিন্ন উপজেলাসহ ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা জনসভায় যোগদানের জন্য আসতে শুরু করেছেন।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল জানান, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকাল ৩টার পর জনসভাস্থলে উপস্থিত হবেন। তাকে একনজর দেখার জন্য দলীয় নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ সকাল থেকেই মাঠে অপেক্ষা করছেন।
amarrajshahi.com
সর্বশেষ
জনপ্রিয়