সোমবার ১৯ এপ্রিল ২০২১ ||
বৈশাখ ৬ ১৪২৮
|| ০৭ রমজান ১৪৪২
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশিত: ৫ এপ্রিল ২০২১
হঠাৎ শিলা বৃষ্টিতে রাজশাহীর বাঘায় আম ও ধানের ক্ষতি হয়েছে। রোববার বিকেল সাড়ে ৪টায় শিলা বৃষ্টিতে এই ক্ষতি হয়েছে। জানা যায়, দীর্ঘদিন থেকে এলাকায় বৃষ্টির দেখা মিলেনি। রোববার বিকেল সাড়ে ৪টায় হঠাৎ শিলা বৃষ্টি শুরু হয়। এই বৃষ্টিতে কিছু কিছু করা আবাদে উপকারও হয়েছে।
ইতিমধ্যে চাষিরা জমিতে তিল, কালাই, পাট, ভূট্টার আবাদ করেছেন। এই সকল জমিতে পানিরও দরকার ছিল। তবে কিছু আবাদে ক্ষতি হলেও উপকারও হয়েছে। এ বিষয়ে আড়ানীর আম চাষি নওশাদ আলী বলেন, আম মোটর দানার মতো হয়েছে। শিলা বৃষ্টিতে কিছুটা ক্ষতি হয়েছে। তবে অন্যান্য আবাদের উপকার হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান বলেন, আম ও ধানের কিছুটা ক্ষতি হয়েছে। তবে ক্ষতির পরিমান বেশি না। সোমবার এলাকায় জরিপ করে ক্ষতির পরিমান নির্নয় করা হবে।
amarrajshahi.com
সর্বশেষ
জনপ্রিয়