শুক্রবার ০৫ মার্চ ২০২১ ||
ফাল্গুন ২১ ১৪২৭
|| ২১ রজব ১৪৪২
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২১
রাজশাহীর বাঘা উপজেলায় পদ্মা নদীতে জেলের জালে মিলেছে ৪০ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ। উপজেলার চকরাজাপুর গ্রামের জেলে ওলিয়ার রহমানের জালে আজ রোববার সকালে মাছটি ধরা পড়ে। ওলিয়ার রহমান তার মাছের দাম হাঁকছেন কেজিপ্রতি ১ হাজার ১০০ টাকা।
ওলিয়ার জানান, প্রতিদিনের মত রোববারও তিনি পদ্মা নদীতে যান মাছ শিকারের জন্য। এ দিন তার ভাগ্য ছিল সুপ্রসন্ন। জালে পেয়ে যান বিশালাকার এই বাঘাইড়। নদীতীরে আনার পর মাছটি দেখতে স্থানীয়রা ভিড় জমান। মাছটি বিক্রির জন্য স্থানীয় এক ব্যক্তির কাছে রাখা হয়েছে।
তিনি আরও জানান, ১ হাজার ১০০ টাকা দরেই মাছটি কেনার জন্য ইতোমধ্যে অনেকে টাকা তুলতে শুরু করেছেন। বিকাল নাগাদ এই মাছে কেটে বিক্রি করা হবে বলেও জানান ওলিয়ার।
amarrajshahi.com
সর্বশেষ
জনপ্রিয়