মঙ্গলবার ০৬ জুন ২০২৩ ||
জ্যৈষ্ঠ ২৩ ১৪৩০
|| ১৭ জ্বিলকদ ১৪৪৪
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ মে ২০২৩
৬ বছর পর হারিয়ে যাওয়া নাহিদ হোসেন (২০) নামের এক প্রতিবন্ধী ছেলেকে ফিরে পেলেন পরিবার। গতকাল রোববার (১৪ মে) সন্ধ্যায় রাজশাহীর বাঘা থানা পুলিশ তার পরিবারের হাতে তুলে দেন।
জানা যায়, খুলনার রূপসা থানার জয়পুর গ্রামের কাদের মেল্লার প্রতিবন্ধী ছেলে নাহিদ হোসেন গত ৬ বছর আগে পরিবারের অজান্তে বাড়ি থেকে নিখোঁজ হয়। তাকে বিভিন্নস্থানে খোঁজ করে তার সন্ধান করতে পারেনা।
শুক্রবার (১২ মে) বিকালে রাজশাহীর বাঘা উপজেলার হাবাসপুর এলাকায় ঘোরাফেরা করছিল। বাঘা থানার পুলিশ ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এ সময় সে কোন কথা বলতে পারছিলনা। এক পর্যায়ে পুলিশ তার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে পুলিশের পক্ষে পোস্ট দেন। তারপর রুপসা থানা পুলিশের দৃষ্টিতে আসলে রোববার সন্ধ্যায় বাঘা থানায় উপস্থিত হলে পরিবারের কাছে দেওয়া হয়।
প্রতিবন্ধী নাহিদ হোসেনের পিতা কাদের মোল্লা বলেন, ৬ বছর পরে ছেলেকে কাছে পেয়ে খুব ভাল লাগছে। বিভিন্নস্থানে খোঁজ করেছি, কিন্তু ছেলেকে পায়নি। পুলিশকে ধন্যবাদ দেওয়ার মতো ভাষা নেই। পুলিশের উপর কৃতজ্ঞ। বাঘা থানার ওসি খায়রুলল ইসলাম বলেন, উদ্ধার হওয়া প্রতিবন্ধী এক ছেলেকে তার পিতার কাছে দেওয়া হয়েছে। তারা নিয়ে চলে গেছেন।
amarrajshahi.com
সর্বশেষ
জনপ্রিয়