রোববার ০৫ ফেব্রুয়ারি ২০২৩ ||
মাঘ ২৩ ১৪২৯
|| ১৪ রজব ১৪৪৪
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২৩
রাজশাহীতে বিভিন্ন অপরাধে ৩৫ জনকে আটক করেছে পুলিশ। এরমধ্যে রাজশাহী মহানগর পুলিশ পৃথক অভিযান চালিয়ে ২৫ জনকে গ্রেফতার ও মাদকদ্রব্য উদ্ধার করেছে। আর জেলা পুলিশ ১০ জনকে আটক করেছে।
আজ মঙ্গলবার (২৪ জানুয়ারি) মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়, সোমবার (২৩ জানুয়ারি) ২৪ ঘণ্টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কর্তৃক নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা ৩ জন, রাজপাড়া থানা ২ জন, চন্দ্রিমা থানা ২ জন, মতিহার থানা ৩ জন, কাটাখালী থানা ১ জন, বেলপুকুর থানা ২ জন,
শাহমখদুম থানা ৪ জন, এয়ারপোর্ট থানা ১ জন, পবা থানা ৩ জন, কাশিয়াডাঙ্গা থানা ২ জন, দামকুড়া থানা ১ জন ও ডিবি পুলিশ ১ জনকে আটক করে। যার মধ্যে ১৬ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ২ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে মোট ১১ পিস ইয়াবা ও ১২ কেজি গাঁজা উদ্ধার হয়।
এদিকে জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় (২৪ জানুয়ারি) রাজশাহী জেলা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে মোট ১০ জনকে আটক করা হয়েছে। রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে গোদাগাড়ী মডেল থানা ২ জন, বাগমারা থানা ২ জন, পুঠিয়া থানা ২ জন, চারঘাট মডেল থানা ২ জন ও বাঘা থানা ২ জনকে আটক করে।
যার মধ্যে ৪ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৩ জনকে মাদকদ্রব্যসহ ৩ জনকে অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়েছে। বাগমারা থানা পুলিশ মোজাম্মেল হোসেন কান্দু(৬২) কে ৫৫গ্রাম গাঁজাসহ আটক করে। পুঠিয়া থানা পুলিশ মনিরুজ্জামান মুনির(৩২) কে ৫.৫০গ্রাম হেরোইনসহ আটক করে। বাঘা থানা পুলিশ শরিফুল ইসলাম(৩৮) কে ১৪গ্রাম হেরোইনসহ আটক করে। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
amarrajshahi.com
সর্বশেষ
জনপ্রিয়