ব্রেকিং:
সড়ক দুর্ঘটনায় এনজিওর এক মহিলা কর্মী আহত হয়েছে ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে ট্রাম্প-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক তবু আপন কর্তব্যে অবিচল সেনাবাহিনী "তারেক-খালেদাকে ‘খুনি’ বলা রফিক কালের কণ্ঠেই টিউলিপসহ রাজউকের ৯ কর্মকর্তাকে দুদকে তলব তলব করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১৮ রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৩ জন তানোরে ভুয়া এনজিওর নামে ৩৪ লাখ টাকার প্রতারণা মামলা বিধবা নারীকে পেটানোর অভিযোগ সেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে
  • বৃহস্পতিবার   ৩১ জুলাই ২০২৫ ||

  • শ্রাবণ ১৬ ১৪৩২

  • || ০৫ সফর ১৪৪৭

আমার রাজশাহী
সর্বশেষ:
সড়ক দুর্ঘটনায় এনজিওর এক মহিলা কর্মী আহত হয়েছে ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে ট্রাম্প-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক তবু আপন কর্তব্যে অবিচল সেনাবাহিনী "তারেক-খালেদাকে ‘খুনি’ বলা রফিক কালের কণ্ঠেই টিউলিপসহ রাজউকের ৯ কর্মকর্তাকে দুদকে তলব তলব করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১৮ রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৩ জন তানোরে ভুয়া এনজিওর নামে ৩৪ লাখ টাকার প্রতারণা মামলা বিধবা নারীকে পেটানোর অভিযোগ সেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে
৮২৩

রাজশাহীতে ‘চাঁদাবাজদের’ রহস্যময় তালিকা নিয়ে শোরগোল

নিজস্ব প্রতিবেদক:

প্রকাশিত: ২৯ জুলাই ২০২৫  

রাজশাহী মহানগর বিএনপি, আওয়ামী লীগ ও জামায়াতের পরিচয়ধারী ১২৩ জন কথিত ‘‘চাঁদাবাজের’’ নাম সংবলিত একটি কথিত তালিকা রাজশাহীর রাজনৈতিক অঙ্গনে গত কয়েকদিন ধরে বেশ তোলপাড় সৃষ্টি করেছে। এই তালিকায় বিএনপি, ছাত্রদল ও তাদের সহযোগী সংগঠনের ৪৪ জন নেতা-কর্মী, ক্যাডার, সমর্থকের নাম-পরিচয় রয়েছে। রয়েছে পতিত আওয়ামী লীগের ২৫ জন ও জামায়াতের ৬ জনের নাম। তবে বাকিগুলোর নাম ঠিকানা থাকলেও তাদের রাজনৈতিক পরিচয় উল্লেখ করা নেই। তাদের বলা হয়েছে ‘‘সুবিধাবাদী’’।

May be an image of blueprint, map and text that says "এমক থানার বোয়াপয়মা রা্জনোতিক পরিচিতি বোবাহল -রাজশাহী বড়কুঠি বিলি্ন্ন জড়িত। (9) পারচ গোলাপ জান, খানায় বোয়ালিয়া মহানগার ٩٩٥٩٩- ১৯৬৮২৬ শড়িত। পিতায় আওয়ামী বোয়ালিয়া মহানগ্র রাজশাহী চিনতাই এোলোকার মেসেন সাং হুদকিপাড়া বোয়ালিয়া মহানগর রাজশাহী মামলা বিএরনাপর ওয়ার্ড ٢٢٠٢٥ මබේරණය আছে আতীকি দেনিয়ে রাজশাহী সাবেক কাউপিলর পाড়ী সাবেক রাজশাহী। বতমানে ٩٩٩٩٩ ৯৭৮৯৩২ সাহেব সক্তিনায -বোরালিয়া রাজশাহী ٩٩٩٢٩ ১৪২০৬৩ বোয়ালিয়া, আগস্টের ভাঁদাবাজি আছে স্বাজপাড়া, বোয়ালিয়া রাজশাহা ম্হানগর। রাজশাহী ෝණം- ৭০২৬৭৯ বিএনপি সক্রিন আছে কষূতপাতের দোকান থেকে করেন প্যারেজ এমদাদুল হাসিবুল পिমন, সচিব, সক্রিন আছে াগের সরলার (তান) চষ্ষু অনুসারীদের মামলার য়টীতি কোটি, জীদবাজি বিচিয়িা বিএ্রমপর ক্যাজার আছে এলাকার লোকান ঘেকে চাঁদারবজি করতেন"

প্রায় দুই সপ্তাহ ধরে তালিকাটি সামাজিক যোগাযোগমাধ্যম ও বার্তা আদান-প্রদান হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়েছে। হাতে এসেছে গণমাধ্যমকর্মীদেরও। এটি নিয়ে ভেতরে-ভেতরে আলোচনা চললেও নগরউর বোয়ালিয়া থানায় একটি চাঁদাবাজির মামলা হওয়ার পর তোলপাড় সৃষ্টি হয়।

May be an image of blueprint and text

পুলিশ বলছে, এই রকম তালিকা তারা করেনি। তবে তালিকার বিষয়ে তারা গণমাধ্যম কর্মীদের কাছ থেকে শুনেছেন। এই তালিকা পুলিশের নাকি সরকারের অন্য কোনো সংস্থার, তা নিশ্চিত হওয়া যায়নি।

May be an image of ticket stub, blueprint and text

সম্প্রতি রাজশাহীর একজন আবাসন ব্যবসায়ীর দায়ের করা চাঁদাবাজির মামলায় এই তালিকার ১৮ জনের নাম রয়েছে। সেই মামলায় ছাত্রদল ও যুবদলের নেতাদের প্রধান আসামি করা হয়েছে। এই মামলার প্রতিবাদে তারা নগর বিএনপির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন ছাড়াও নগরীর সাহেববাজারে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

May be an image of blueprint and text

তালিকায় দেখা গেছে, বোয়ালিয়া থানা এলাকায় ২২ জন, রাজপাড়া থানা এলাকায় ১৮ জন, চনিন্দ্রমা থানা এলাকায় ১২ জন, মতিহার থানা এলাকায় ৭ জন, শাহ মখদুম থানা এলাকায় ২০ জন, এয়ারপোর্ট থানা এলাকায় ১০ জন, পবা থানা এলাকায় ৮ জন, কর্নহার থানা এলাকায় ২০ জন এবং কাশিয়াডাঙ্গা থানা এলাকার ৬ জনের নাম রয়েছে।

May be an image of blueprint and text

এই তালিকার ১ নম্বরে নাম রয়েছে পটু বাবু। তিনি ৭ জুলাই গ্রেপ্তার হয়েছেন। ২ নম্বরে নাম আছে ককটেল মুরাদ। তিনি গ্রেপ্তার হয়েছেন ২১ জুলাই। পটু বাবুর ব্যাপারে লেখা রয়েছে, ‘‘তিনি মাদক কারবারি, ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত। জিরো পয়েন্ট বড় মসজিদের দক্ষিণ পাশে মসজিদ মিশন স্কুলের আশপাশে বিভিন্ন দোকানে পণ্য সরবরাহকারী কাভার্ড ভ্যান গাড়ি থেকে তিনি চাঁদাবাজি করেন। তিনি ভুয়া সাংবাদিকের কার্ড বানিয়ে নিজেকে সাংবাদিক বলে পরিচয় দেন। বর্তমানে সক্রিয়।’

May be an image of text

গ্রেপ্তার ককটেল মুরাদের ব্যাপারে লেখা হয়, ‘‘তিনিও মাদক কারবারি, ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত। জিরো পয়েন্ট বড় মসজিদ এলাকায় চাঁদাবাজি করেন। তার বিভিন্ন অপকর্মে ও অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ঠিত বলে জানা যায়।’’

গত বুধবার (২৩ জুলাই) মোস্তাফিজুর রহমান নামের এক ডেভেলপার ব্যবসায়ী ২ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে নগরের বোয়ালিয়া থানায় একটি মামলা করেন। এ মামলায় ৩৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। এর মধ্যে ১৮ জনেরই নাম রয়েছে ছড়িয়ে পড়া ‘‘চাঁদাবাজদের’’ কথিত ওই তালিকায়। ইতোমধ্যে গ্রেপ্তার হওয়া পটু বাবু ও ককটেল মুরাদও এ মামলার আসামি।

May be an image of text

এই তালিকায় মহানগর বিএনপির একজন যুগ্ম আহ্বায়ক সম্পর্কে বলা হয়েছে, ‘‘৫ আগস্টের পর থেকে মামলার ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি করছেন।’’ মহানগর বিএনপির এক সদস্য সম্পর্কে বলা হয়েছে, ‘‘নগরীর বোয়ালিয়া থানাধীন ফুটপাত থেকে চাঁদাবাজি করেন তিনি।’’ ছাত্রদলের এক নেতা সম্পর্কে বলা হয়েছে, ‘‘৫ আগস্টের পর থেকে আওয়ামী লীগের অনুসারীদের মামলার ভয়ভীতি ও বিভিন্ন কোচিং সেন্টার থেকে চাঁদাবাজি করেছেন তিনি।’’

এ বিষয়ে রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা বলেন, ‘‘তালিকার কথা শুনেছি। তবে দেখিনি। যদি প্রশাসন বিষয়টি না জানে, তাহলে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কেউ এই তালিকা করে ছড়িয়ে দিয়েছে। হতে পারে দু-একজন জড়িত, কিন্তু ঢালাওভাবে নাম দেওয়া-এটা হতে পারে না। কিছু কিছু লোককে তারা চাঁদাবাজ হিসেবে চেনেন, তালিকায় তাদের নাম নেই।”

May be an image of blueprint and text

জামায়াতের একজনকে ‘‘ক্যাডার’’ উল্লেখ করে তার সম্পর্কে বলা হয়েছে, ভূমি দখল ও কেনাবেচা, বিভিন্ন গণমাধ্যম ব্যক্তিদের হুমকি ও বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বাধা দিয়ে চাঁদা আদায় করেন তিনি। জামায়াতের আরও যাদের নাম দেওয়া হয়েছে, তাদের সবার নামে প্রায় একই ধরনের অভিযোগ তোলা হয়েছে। আর একজনের বিরুদ্ধে মাদক কারবারির অভিযোগ তোলা হয়েছে।

May be an image of floor plan, blueprint and text

এ বিষয়ে রাজশাহী মহানগর জামায়াতের সেক্রেটারি এমাজ উদ্দিন মণ্ডল বলেন, ‘‘যাদের নাম তালিকায় আছে, তাদের সংগঠন থেকে সম্পূর্ণ বয়কট করা হয়েছে। নেতাদেরও বলে দেওয়া হয়েছে, কারও কাছে যেন তারা ঘেঁষতে না পারেন।’’

May be an image of blueprint, floor plan and text

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ-কমিশনার মো. গাজিউর রহমান বলেন,  ‘‘যে তালিকার কথা বলছেন, সেটা আমি জানি না। তবে বিভিন্ন সময়ে সন্ত্রাসী ও চাঁদাবাজদের তালিকা করা হয়। এটা শুধু পুলিশ করে না, বিভিন্ন গোয়েন্দা সংস্থাও আছে। তারা এই তালিকা করে পুলিশকে দেয়। পুলিশ ভেরিফাই করে। কারণ, অ্যাকশন নেওয়ার দায়িত্ব তো পুলিশের। বিভিন্ন হাত ঘুরেই তালিকাগুলো করা হয়। পুলিশ ভেরিফাই করে এটা সঠিক আছে কি না। এইটা সেই রকম তালিকা কি না সেটা আমার জানা নাই। তবে তালিকায় থাকা ব্যক্তিরা যদি সত্যিই চাঁদাবাজ হয়ে থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। মানুষকে তো স্বস্তিতে রাখতে হবে। চাঁদাবাজেরা সে যেই দলেরই হোক, দলীয় পরিচয় যা-ই হোক, তার পরিচয় মানুষের কাছে চাঁদাবাজ। যারা চিহ্নিত চাঁদাবাজ তারা ছাড় পাবে না।”

আমার রাজশাহী
আমার রাজশাহী
নগর জুড়ে বিভাগের পাঠকপ্রিয় খবর