রোববার ০১ অক্টোবর ২০২৩ ||
আশ্বিন ১৫ ১৪৩০
|| ১৬ রবিউল আউয়াল ১৪৪৫
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৩
রাজশাহীর মোহনপুরে স্থানীয় সমস্যা সমাধান কল্পে গোলটেবিল সংলাপ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড মোহনপুর অফিসের হলরুমে এর আয়োজন করেন বাংলাদেশ আওয়ামী লীগের রাজশাহী জেলা শাখার সদস্য ও জেলা মহিলা আওয়ামী লীগের সহসভাপতি মাল্টিপার্ট এ্যাভোকেসি ফোরামের সহকারী সাংগঠনিক সম্পাদক রোকসানা মেহেবুব চপলা।
অনুষ্ঠানে স্থানীয় পর্যায়ের বিভিন্ন সমস্যা, অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্য, জন নিরাপত্তা, নারী নিরাপত্তা, বিদ্যুত, পানিসহ বাল্যবিয়ে বিষয়ে সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক দলের প্রতিনিধি, শিক্ষক, ক্ষুদ্রনৃগোষ্ঠি ও সাংবাদিকসহ পবা- মোহনপুর উপজেলার ৫০জন নারী-পুরুষ অংশ নেয়। ইউএসআইডি এর অর্থায়নে ইন্টারস্যাশনাল স্ট্রেন্থদেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ প্রকল্প এতে সহযোগিতা করে। সংলাপে বক্তারা বলেন, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এদেশে রাজনৈতিক সংলাপ বজায় রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সমাজের যুবকদের জন্য মুক্তিযুদ্ধোর চেতনা ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করা যায় কিনা এবিষয়ে আলোকপাত করে। কারিগরি প্রশিক্ষণ ও অর্থনৈতিক বিষয়ে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করার গুরুত্ব দেয়া হয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন, কেশরহাট ডিগ্রিকলেজের অবসরপ্রাপ্ত সহকারি অধ্যাপক সমাজ সংগঠক আশরাফুল ইসলাম সুলতান, মোহনপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রধান শিক্ষক মেহেবুব হাসান রাসেল, ইসলামিক ফাউন্ডেশন মোহনপুর উপজেলা শাখার ফিল্ড সুপারভাইজার মাহাবুল আলম, মোহনপুর উপ[েজলা কৃষকলীগের সভাপতি জমসেদ আলী, সাধারণ সম্পাদক শামীম হোসেন, পবা উপজেলা সাবেক সহসভাপতি সুফিয়া খাতুন, কেশরহাট পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি নারী কাউন্সিলর ঝরর্না খাতুন, জেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সভাপতি সানোয়ার হোসেন শিমুল, মোহনপুর উপজেলা সেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি বিন বিল্লাহ, সংস্থার ইলেক্ট্ররাল প্রোমাম এসাসিয়েট আশেক তানভীর অনীক উপস্থিত ছিলেন।
এছাড়াও অনুষ্ঠানে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল রাজশাহী রিজিওনের রিজিওনাল ম্যানেজার আসমা আক্তার এবং রোককসানা মেহেবুব চপলা জনগণের সার্বিক উন্নয়নে কৃষিখাত, বেকারত্ব দূরীকরণ, নারী ও শিশু স্বাস্থ্যসহ যুবসমাজের অবক্ষয়রোধে কর্মমুখী প্রশিক্ষণ বিষয়ে বিষদ আলোচনা করেন।
amarrajshahi.com
সর্বশেষ
জনপ্রিয়