ব্রেকিং:
সড়ক দুর্ঘটনায় এনজিওর এক মহিলা কর্মী আহত হয়েছে ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে ট্রাম্প-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক তবু আপন কর্তব্যে অবিচল সেনাবাহিনী "তারেক-খালেদাকে ‘খুনি’ বলা রফিক কালের কণ্ঠেই টিউলিপসহ রাজউকের ৯ কর্মকর্তাকে দুদকে তলব তলব করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১৮ রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৩ জন তানোরে ভুয়া এনজিওর নামে ৩৪ লাখ টাকার প্রতারণা মামলা বিধবা নারীকে পেটানোর অভিযোগ সেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে
  • মঙ্গলবার   ০২ ডিসেম্বর ২০২৫ ||

  • অগ্রাহায়ণ ১৭ ১৪৩২

  • || ১১ জমাদিউস সানি ১৪৪৭

আমার রাজশাহী
সর্বশেষ:
সড়ক দুর্ঘটনায় এনজিওর এক মহিলা কর্মী আহত হয়েছে ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে ট্রাম্প-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক তবু আপন কর্তব্যে অবিচল সেনাবাহিনী "তারেক-খালেদাকে ‘খুনি’ বলা রফিক কালের কণ্ঠেই টিউলিপসহ রাজউকের ৯ কর্মকর্তাকে দুদকে তলব তলব করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১৮ রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৩ জন তানোরে ভুয়া এনজিওর নামে ৩৪ লাখ টাকার প্রতারণা মামলা বিধবা নারীকে পেটানোর অভিযোগ সেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে
৬৯৬

রাকসু ও সিনেটের ২৮ পদে মনোনয়ন নিলেন ৩৯২ জন

নিজস্ব প্রতিবেদক:

প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২৫  

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে মনোনয়নপত্র তোলার সময় আবারও বাড়ানো হয়েছে। রোববারের অনাকাঙ্ক্ষিত ঘটনার পর সোমবার নির্বাচন কমিশন সময়সীমা আরও দুই দিন বাড়িয়ে মঙ্গলবার পর্যন্ত করেছে।

সাতদিন দিনব্যাপী চলা মনোনয়নপত্র বিতরণ কার্যক্রমে কেন্দ্রীয় ছাত্র সংসদের ২৩ পদের বিপরীতে ৩২০ জন, সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের ৫ পদে ৬৯ জন মনোনয়ন তুলেছেন। এছাড়া হল সংসদে ৭০০ জনের বেশি প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে জানা গেছে।

সোমবার বিকেল সাড়ে ৫টায় সপ্তমদিনের মতো মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম শেষে রাকসুর কোষাধ্যক্ষ ও প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমান এসব তথ্য জানান।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, শীর্ষ তিন পদ সহ-সভাপতি (ভিপি) পদে ১৮ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ৭ জন এবং সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে ৮ জন মনোনয়নপত্র নিয়েছেন।

অন্যান্য পদের মধ্যে রয়েছে- সাহিত্য ও বিতর্ক সম্পাদক পদে ২ জন, সহকারী সাহিত্য ও বিতর্ক সম্পাদক পদে ৪জন, মিডিয়া ও প্রকাশনা সম্পাদক পদে ৬ জন, সহকারী মিডিয়া ও প্রকাশনা সম্পাদক পদে ৩ জন, সংস্কৃতি সম্পাদক পদে ৫ জন, সহকারী সংস্কৃতি সম্পাদক পদে ৭ জন, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক পদে ১২ জন, সহকারী পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক পদে ১০ জন, মহিলা বিষয়ক সম্পাদক পদে ৫ জন, সহকারী মহিলা বিষয়ক সম্পাদক পদে ৩ জন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ৩ জন, সহকারী বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ৬ জন, তথ্য ও গবেষণা সম্পাদক পদে ৯ জন, সহকারী তথ্য ও গবেষণা সম্পাদক পদে ৪ জন, এবং ক্রীড়া ও খেলাধুলা সম্পাদক পদে ৮ জন, সহকারী ক্রীড়া ও খেলাধুলা সম্পাদক পদে ৪ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সবচেয়ে বেশি আগ্রহ দেখা গেছে কার্যনির্বাহী সদস্য পদে, যেখানে ৪ পদের বিপরীতে ৪০ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এছাড়া কোনো পদ উল্লেখ না করে ১২ জন মনোনয়ন ফরম নিয়েছেন।

এদিকে, এই নির্বাচনে ১০টি প্যানেলে ১৬৩ জন নির্দিষ্ট পদ উল্লেখ না করে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। প্যানেলগুলো হলো: গণ ছাত্রজোট, ছাত্রদল, সচেতন শিক্ষার্থী পরিষদ, ছাত্রশিবির, নাজমুস সাকিব, আফরিন জাহান, তৌহিদুল ইসলাম, আধিপত্যবাদবিরোধী ঐক্য, অপরাজেয় ৭১ জাগ্রত ২৪।

এর মধ্যে গণ ছাত্রজোট ২৩ টি, ছাত্রদল ২৬ টি, সচেতন শিক্ষার্থী পরিষদ ১৫ টি, ছাত্রশিবির ২১ টি, নাজমুস সাকিব ৫ টি, আফরিন জাহান ২৩ টি, তৌহিদুল ইসলাম ৭টি, আধিপত্যবাদবিরোধী ঐক্য ২১ টি এবং অপরাজেয় ৭১ জাগ্রত ২৪ প্যানেল থেকে ১৩ টি মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।

পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ১৭টি আবাসিক হলের সঠিক তথ্য পাওয়া যায়নি। তবে হলগুলোতে প্রায় ৭০০ জন প্রার্থী বিভিন্ন পদের জন্য মনোনয়নপত্র তুলেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

সময় বাড়ল আরও ২দিন

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ এবং সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র উত্তোলনের সময়সীমা আরও দুদিন বাড়িয়েছে নির্বাচন কমিশন। সোমবার (১ সেপ্টেম্বর) এবং আগামীকাল মঙ্গলবার (২ সেপ্টেম্বর) পর্যন্ত সময়সীমা বাড়ানো হয়েছে। এছাড়া মনোনয়ন দাখিলের সময়ও ৩ ও ৪ সেপ্টেম্বর দুইদিন বাড়ানো হয়েছে।

সোমবার দুপুরে রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ফকির নজরুল ইসলাম স্বাক্ষরিত এক জরুরী বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. মোস্তফা কামাল আকন্দ জানান, ‘রোববারের অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে মনোনয়নপত্র উত্তোলনের সময়সীমা সোমবার এবং মঙ্গলবার আরও দুদিন বৃদ্ধি করা হয়েছে। তবে এ সময় মনোনয়নপত্র জমা চলমান থাকবে।’

দাখিল হয়নি একটিও মনোনয়ন

এ দিকে তফসিল অনুযায়ী আজ থেকে মনোনয়নপত্র দাখিল শুরু হওয়ার কথা ছিল। তবে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত একজন প্রার্থীও মনোনয়নপত্র দাখিল করতে আসেননি।

নির্বাচন কমিশন জানিয়েছে, প্রার্থীদের ডোপ টেস্টের ফলাফল পেতে একটু বিলম্ব হচ্ছে। তার জন্যই প্রার্থীরাই আজ মনোনয়নপত্র জমা দিতে পারেননি।

পূর্ব প্রকাশিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বাছাই হবে ৬ ও ৭ সেপ্টেম্বর ; প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে ৮ সেপ্টেম্বর এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১০ সেপ্টেম্বর। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ১১ সেপ্টেম্বর এবং ২৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রতিটি একাডেমিক ভবনে ভোট গ্রহণ, অর্থাৎ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ওই দিনই ভোট গণনা ও ফলাফল ঘোষণা করা হবে।

ছাত্রদলের প্রশাসন ভবন ঘেরাও

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট নির্বাচনে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তি করাসহ দুই দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা। সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের প্রধান ফটকে অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করেন তাঁরা। তাদের অন্য দাবিটি হলো,গতকাল রাকসু কার্যালয়ের সামনে নারী শিক্ষার্থীদের হেনস্তা ও পরিকল্পিতভাবে মব সৃষ্টি করে শিক্ষার পরিবেশ বিঘ্ন করার অপচেষ্টার বিচার করতে হবে।

কর্মসূচিতে শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, ‘গতকাল রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে আমাদের শান্তিপূর্ণ অবস্থান কমসূচি ছিল। সেখানে আমাদের ওপর হামলা করা হয়। কালকের সেই হামলায় আমদের ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন। আমাদের নারী বোনদেরও হেনস্থা করা হয়েছে। তারই প্রতিবাদে এবং প্রথমবর্ষের শিক্ষার্থীরদের ভোটের অধিকার ফিরিয়ে দিতে আমাদের এই কর্মসূচি।’

আমার রাজশাহী
আমার রাজশাহী