সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ ||
অগ্রাহায়ণ ২৭ ১৪৩০
|| ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৫
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭ অক্টোবর ২০২৩
রাজশাহীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান রাজশাহী কলেজে দিনব্যাপী চাকরি মেলার আয়োজন করতে যাচ্ছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী প্রাণ-আরএফএল গ্রুপ। মেলায় রাজশাহীসহ সারাদেশের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি পদে শতাধিক কর্মসংস্থানের সুযোগ থাকবে।
আগামীকাল রোববার (৮ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজশাহী কলেজ অডিটোরিয়ামে এ মেলা অনুষ্ঠিত হবে।
রাজশাহী কলেজসহ আশপাশের সব শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগ্রহী যোগ্যতাসম্পন্ন আবেদনকারীরা মেলায় অংশ নিতে পারবেন। প্রাণ-আরএফএল গ্রুপের আয়োজনে এবং রাজশাহী কলেজ বিজনেস ক্লাবের (আরসিবিসি) সার্বিক সহযোগিতায় এ মেলা অনুষ্ঠিত হবে।
চাকরি মেলায় ট্রেইনি এক্সিকিউটিভ-কাস্টমার কেয়ার (নারী), অ্যাসিসট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার (পুরুষ), শোরুম সেলস এক্সিকিউটিভ, অ্যাসিসট্যান্ট অপারেটর, টেকনিশিয়ান (সুইটস, বেকারি, পেস্টি, কেক) ও ইলেকট্রিশিয়ান/মেকানিক/ওয়েল্ডার নিয়োগ দেওয়া হবে।
ট্রেইনি এক্সিকিউটিভ-কাস্টমার কেয়ার (নারী) পদের জন্য এইচএসসি/স্নাতক পাস হতে হবে। অ্যাসিসট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার (পুরুষ) পদের জন্য যে কোনো বিষয়ে বিবিএ/এমবিএ পাস হতে হবে। পদ দুটির জন্য প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর। তবে এক্ষেত্রে কোনো পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই। এছাড়া শোরুম সেলস এক্সিকিউটিভ পদে কমপক্ষ এইচএসসি পাস এবং বয়সসীমা ১৮-৩০ বছর হতে হবে।
অ্যাসিসট্যান্ট অপারেটর পদে কমপক্ষে এইচএসসি পাস হতে হবে। বয়স হতে হবে ১৮-৩৫ বছর। ন্যূনতম ৩ মাস মেয়াদি ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল/ আরএসি/ওয়েল্ডিং বিষয়ে কারিগরি কোর্স থাকতে হবে। টেকনিশিয়ান (সুইটস, বেকারি, পেস্টি, কেক) পদে কমপক্ষে অষ্টম শ্রেণি পাস হতে হবে। ফুড অ্যান্ড বেভারেজ ফ্যাক্টরিতে বিভিন্ন মেশিন চালানোর ন্যূনতম অভিজ্ঞতা থাকতে হবে দুই বছর। ইলেকট্রিশিয়ান/মেকানিক/ওয়েল্ডার পদে অষ্টম শ্রেণি পাসসহ সংশ্লিষ্ট কাজে ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
চাকরি মেলায় অংশগ্রহণকারী যোগ্য ও আগ্রহী প্রার্থীদের উল্লিখিত পদগুলোতে ছবিসহ পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার সব সনদ, জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধনসহ সনদ এবং প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতার সনদ নিয়ে নির্ধারিত তারিখ ও সময়ে সরাসরি সাক্ষাৎকার ও নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে হবে।
রাজশাহী কলেজের অধ্যক্ষ আব্দুল খালেক বলেন, ‘চাকরি মেলা শুধু কর্মসংস্থানই নয়, আমাদের ছেলেমেয়েদের আরও দক্ষ করে তুলবে। তারা এখানে সিভি লিখন, কাজ করার পদ্ধতি ও চাকরির সাক্ষাৎকার দেওয়ার বিষয়ে অনেক কিছু শিখতে পারবে।
তিনি বলেন, প্রাণ-আরএফএল গ্রুপের চাকরি মেলায় প্রতিষ্ঠানটিতে আমাদের অনেক শিক্ষার্থীর চাকরির সুযোগ হবে। এসব উদ্যোগ আমাদের জন্য খুবই উপকার হয়।
প্রাণ-আরএফএল গ্রুপের মানবসম্পদ বিভাগের প্রধান নিয়োগ কর্মকর্তা হাবিবুল হাসান সাইমন বলেন, মেলা থেকেই সিভি ও সাক্ষাৎকার নেওয়া হবে। বিভিন্ন পদে তাদের নিয়োগ দেওয়া হবে। তবে উল্লেখিত পদের বাইরেও অনেক পদে নিয়োগের সুযোগ থাকবে।
তিনি আরও বলেন, শুধু রাজশাহী কলেজই নয়, রাজশাহী ও এর আশপাশের সব জায়গা থেকেই আগ্রহীরা মেলায় অংশ নিতে পারবেন।
amarrajshahi.com
সর্বশেষ
জনপ্রিয়