সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ ||
অগ্রাহায়ণ ২৭ ১৪৩০
|| ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৫
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮ অক্টোবর ২০২৩
রাজশাহীতে প্রাণ-আরএফএল গ্রুপের চাকরির মেলা শুরু হয়েছে। আজ রোববার (৮ অক্টোবর) সকাল ১০টায় মেলার অনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী কলেজের অধ্যক্ষ আব্দুল খালেক।
প্রাণ-আরএফএল গ্রুপের আয়োজনে ও রাজশাহী কলেজ বিজনেস ক্লাবের (আরসিবিসি) সার্বিক সহযোগিতায় মেলা চলবে বিকেল ৫টা পর্যন্ত।
মেলায় রাজশাহীসহ সারাদেশের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি পদে শতাধিক কর্মসংস্থানের সুযোগ থাকছে। রাজশাহী কলেজসহ আশপাশের সব শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগ্রহী যোগ্যতাসম্পন্ন আবেদনকারীরা মেলায় অংশ নিয়েছেন।
মেলায় ট্রেইনি এক্সিকিউটিভ-কাস্টমার কেয়ার (নারী), অ্যাসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার (পুরুষ), শোরুম সেলস এক্সিকিউটিভ, অ্যাসিস্ট্যান্ট অপারেটর, টেকনিশিয়ান (সুইটস, বেকারি, পেস্টি, কেক) ও ইলেকট্রিশিয়ান/মেকানিক/ওয়েল্ডার নিয়োগ দেওয়া হবে।
মেলায় অংশ নেওয়া যোগ্য ও আগ্রহী প্রার্থীদের উল্লিখিত পদগুলোতে ছবিসহ পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার সব সনদ, জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধনসহ সনদ এবং প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতার সনদ নিয়ে সরাসরি সাক্ষাৎকার ও নিয়োগ প্রক্রিয়ায় অংশ করা যাবে।
রাজশাহী কলেজের অধ্যক্ষ আব্দুল খালেক বলেন, এ ধরনের মেলায় আমাদের একটু সন্তুষ্টি থাকে। মেলা আয়োজন হলে কী ধরনের দক্ষতা প্রয়োজন সেটি জানা যায়। করপোরেট দুনিয়াটা একটা মজার যায়গা। এখানে খুব কম সময়ে দক্ষতা দিয়ে ওপরে ওঠা যায়।
প্রাণ-আরএফএল গ্রুপের মানবসম্পদ বিভাগের প্রধান হাবিবুল হাসান সাইমন বলেন, বেকার সমস্যা বাংলাদেশের একটি বড় সমস্যা। এ বেকারদের কাজে লাগানোর বড় একটি ভূমিকা পালন করছে প্রাণ-আরএফএল গ্রুপ। সারা দেশের ১.৫ মিলিয়ন মানুষের সঙ্গে আমাদের সম্পর্ক গড়ে উঠছে। আজকেও আমরা শতাধিক মানুষকে কাজ লাগাবো। যোগ্যতা ও দক্ষতা দিয়ে যারা চূড়ান্ত হবেন তাদের আমরা প্রাণ আরএফএল গ্রুপের সদস্য বানাবো।
তিনি বলেন, রাজশাহীতে আমাদের দুটি ফ্যাক্টরি রয়েছে। আমরা সেখানে অনেক কিছু বানাচ্ছি। এখানে আমাদের অনেক কর্মী লাগবে। আমদের ৬০ শতাংশ নারী কর্মী লাগবে। যারা ভালো ভাষায় কথা বলতে পারেন তারা এ পেশায় কাজ করতে পারবেন। এছাড়াও সেল বিভাগে পুরুষরা কাজ করতে পারবেন।
এসময় রাজশাহী কলেজে উপ-অধ্যাক্ষ প্রফেসর ওলিউর রহমান, বরেন্দ্র ইন্ডাস্ট্রিয়াল পার্ক গোদাগাড়ীর জেনারেল ম্যানেজার সৈয়দ মো. সারোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
amarrajshahi.com
সর্বশেষ
জনপ্রিয়