রোববার ০১ অক্টোবর ২০২৩ ||
আশ্বিন ১৫ ১৪৩০
|| ১৬ রবিউল আউয়াল ১৪৪৫
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৩
রাজশাহীতে নানা আয়োজনে স্থানীয় সরকার দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো নানা কর্মসূচি পালন করে।
এসময় বক্তারা বলেন, স্থানীয় সরকার এমন এক ধরনের প্রতিষ্ঠান যা গ্রামীণ পর্যায়ে উন্নয়ন কাজ করে। গ্রামীণ পর্যায়ে সাধারণ মানুষের আশা-আকাক্সক্ষার প্রতিফলন ঘটায়। তাদের বিভিন্ন ধরনের উন্নয়নকাজে সরাসরি জড়িত থাকে। গত ১৫ বছরে স্থানীয় সরকার ব্যবস্থার মাধ্যমে দেশের অবকাঠামোগত উন্নয়নই শুধু নয়Ñ সব ধরনের প্রয়োজনীয় সেবাই সহজ করা হয়েছে।
বক্তারা আরও বলেন, আমাদের ভালোভাবে বাঁচার জন্য যে দুটি মন্ত্রণালয় খুবই গুরুত্বপূর্ণ। সে দুটি হলোÑ স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়। ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের অবকাঠামোগত কাজ প্রায় শেষ। প্রধানমন্ত্রী শিক্ষাক্ষেত্রে সুষম উন্নয়ন করেছেন। তিনি যতদিন আছেন ততদিন কারো ক্ষমতা নাইÑ নিজের ইচ্ছামত কোনো শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করতে পারে। কী শর্ত পূরণ করলে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত হবে তা তিনি করে দিয়েছেন এর জন্য এখন কারো কাছে যেয়ে ঘুষ দিয়ে দ্বারে দ্বারে ঘুরতে হয় না। এসময় স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেউ যেন সেবা নিতে এসে বা কোনো ভাতার জন্য এসে হয়রানির শিকার না হয় এজন্য তিনি জনপ্রতিনিধিদের সর্তক থাকার আহ্বান জানান বক্তারা।
রাসিক: রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৩ উদ্যাপন করা হয়েছে। ‘সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়ন-উদ্ভাবনে স্থানীয় সরকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি দিবসটি পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে গতকাল রোববার (১৭ সেপ্টেম্বর) নগর ভবনে আলোচনা সভা, ১৯ ও ২০নং ওয়ার্ডে তাৎক্ষণিক সেবা প্রদান কর্মসূচিসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিত পালন করা হয়।
দিবসটির কর্মসূচিতে আরো ছিল ৪০টি ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে সিটি কর্পোরেশনের উন্নয়নমূলক কার্যক্রমের ছবি সংবলিত ব্যানার এবং নগরভবনে ড্রপডাউন ও স্ট্যান্ড ব্যানার প্রদর্শন ইতাদি। আগামী ১৯ সেপ্টেম্বর রাজশাহী জেলা প্রশাসন আয়োজিত র্যালিতে অংশ নিবে রাসিক। র্যালির জন্য প্রদান করা হবে ক্যাপ।
বেলা সাড়ে ১১টায় নগর ভবনের সরিৎ দত্ত সভাকক্ষে জাতীয় স্থানীয় সরকার দিবসের আলোচনা সভার রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন সভাপতিত্ব করেন। সভায় প্রধান অতিথি ছিলেন রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু।
সভায় বক্তব্য দেন রাসিকের ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নুর-ই-সাঈদ। সভায় রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আনিসুল হক, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফএএম আঞ্জুমান আরা বেগম, ভারপ্রাপ্ত সচিব আল মাহমুদ রনি, রাসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন, বাজেট কাম হিসাবরক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন সহ সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
ওয়াসা: রাজশাহী ওয়াসা’র আয়োজনে যথাযোগ্য মর্যাদায় ‘জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা-২০২৩’ উদযাপিত হয়েছে। সকাল ১০ টায় ওয়াসা ভবন চত্বরে তিন দিনব্যাপী এই মেলা’র কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়েছে।
অনুষ্ঠানে রাজশাহী ওয়াসা’র ব্যবস্থাপনা পরিচালক মো. জাকীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী ওয়াসা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. প্রকৌশলী এম. শামীম উজ জামান বসুনিয়া, পিইঞ্জ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী ওয়াসা বোর্ডের ভাইস চেয়ারম্যান শাহীন আক্তার রেনী। এছাড়াও উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক (অর্থ ও প্রশাসন) এস.এম. তুহিনুর আলম, উপ-ব্যবস্থাপনা পরিচালক (প্রকৌশল) মো. আল্লা হাফিজ, রাজশাহী ওয়াসা বোর্ডের সদস্য জনাব মো. আব্দুল মমিন ও জনাব শিবলী নোমান ,রাজশাহী ওয়াসার চিফ ইঞ্জিনিয়র মো. পারভেজ মামুদ , রাজশাহী ওয়াসার সচিব মো.বরমান হোসেনসহ ওয়াসার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
বাঘা: এদিন বেলা এগারোটায় বাঘা উপজেলা পরিষদ চত্বরে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষ্যে তিন দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সবায় প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহ্রিয়ার আলম, এমপি। সভাপতিত্ব করেন, উপজেলা চেয়ারম্যান মো. ফকরুল ইসলাম।
amarrajshahi.com
সর্বশেষ
জনপ্রিয়