রোববার ২৪ জানুয়ারি ২০২১ ||
মাঘ ১১ ১৪২৭
|| ১০ জমাদিউস সানি ১৪৪২
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২১
রাজশাহীতে এক কেজি ৮০০ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল রোববার জেলার পবা উপজেলার গোপালপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার যুবকের নাম মিজানুর রহমান (২২)। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে তার বাড়ি। বাবার নাম মেছের আলী। র্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল এ অভিযান চালায়।
পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, মিজানুর রহমানকে গ্রেপ্তারের ঘটনায় রাজশাহী মহানগরীর দামকুড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। আসামিকেও থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
amarrajshahi.com
সর্বশেষ
জনপ্রিয়