মঙ্গলবার ০৬ জুন ২০২৩ ||
জ্যৈষ্ঠ ২৩ ১৪৩০
|| ১৭ জ্বিলকদ ১৪৪৪
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশিত: ২৫ মে ২০২৩
গত ২৪ ঘন্টায় (২৫-০৫-২০২৩ খ্রিঃ) রাজশাহী জেলা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে মোট ২০ জনকে আটক করা হয়েছে।
রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে গোদাগাড়ী মডেল থানা ০১ জন, তানোর থানা ০৫ জন, মোহনপুর থানা ০১ জন, বাগমারা থানা ০৪ জন, দুর্গাপুর থানা ০২ জন, চারঘাট মডেল থানা ০৫ জন ও বাঘা থানা ০২ জনকে আটক করে।
যার মধ্যে ১২ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ০৭ জনকে মাদকদ্রব্যসহ ০১ জনকে অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়েছে।
তানোর থানা পুলিশ ১নং মোঃ হামিম আলী (২৫), ২নং মোঃ আঃ আহাদ (২৫) ও ৩নং মোঃ নাইম ইসলাম (২৬) গণকে ৩০ লিটার চোলাইমদসহ আটক করে।
মোহনপুর থানা পুলিশ ১নং মোঃ আঃ গফুর প্রামানিক (৫৫) কে ১৫ লিটার চোলাইমদসহ আটক করে। বাগমারা থানা পুলিশ ১নং মোঃ রাসেল রানা (২৫) কে ১০০ গ্রাম গাঁজাসহ আটক করে।
বাঘা থানা পুলিশ ১নং মোঃ আলমগীর কবির (৩০) ও ২নং মোঃ সাগর ইসলাম ওরফে সোহান (২৪) দ্বয়কে ৮৫ পিচ ইয়াবাসহ আটক করে। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
amarrajshahi.com
সর্বশেষ
জনপ্রিয়