সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ ||
অগ্রাহায়ণ ২৭ ১৪৩০
|| ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৫
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৩
অর্ধশতাধিক কর্মসংস্থানের সুযোগ নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যারিয়ার ক্লাবের আয়োজনে সপ্তম বারের মতো ‘জব ফেয়ার’ শুরু হয়েছে।
গতকাল বুধবার (১৮ অক্টোবর) সকাল ১০টা থেকে শুরু হয়ে আজ বৃহস্পতিবার বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয়।
সকালে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের সামনে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার।
ক্যারিয়ার ক্লাবের সভাপতি খোন্দকার অভিষেক ইবনে শামসের সভাপতিত্বে এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সুলতান-উল-ইসলাম, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম সাউদ, সহকারী প্রক্টর ড. জহুরুল হক আনিস, ক্লাবের উপদেষ্টা ড. মনিমুল হক, স্বপ্নীল রহমান ও সাদিকুল ইসলাম সাগর উপস্থিত ছিলেন।
মেলায় প্রাণ-আরএফএল, এডুকেশন হাব, মেরিকো বাংলাদেশ লিমিটেড, মেন্টর, বিকাশ, লোটো, ব্র্যাক, পাঞ্জেরী, এডুএক্সপার্ট, ব্ল্যাকসহ ১৫টি কোম্পানি অংশ নিচ্ছেন।
এ ছাড়া শিক্ষার্থীদের জন্য রয়েছে কয়েকটি সেশনের আয়োজন। সেশনগুলোর মধ্যে রয়েছে 'মিথ বাস্টিং আইইএলটিএস, আনলকিং ফিউচার সাকসেস: ন্যাভিগেটিং ক্যাম্পাস রিক্রুটমেন্ট অপরচুনিটিস, কোডটি ক্র্যাক করুন: রিজিউম এবং ইন্টারভিউ হ্যাক এবং 'রোড টু স্টাডি অ্যাবরোডের মত গুরুত্বপূর্ণ সব সেশন। সেশনগুলো বিশ্ববিদ্যালয় সিসিডিসি'র সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে।
আজ ১৯ অক্টোবর (বৃহস্পতিবার) 'কর্পোরেট গ্রুমিং' বিষয়ে বক্তব্য দেন ব্লাক বোর্ড অ্যাকাডেমির প্রধান নির্বাহী বক ইশতিয়াক আহমেদ, 'ফ্রিল্যান্সিং ও সাইবার বুলিইং প্রতিরোধ' বিষয়ে বক্তব্য দিবেন রেম আইটির প্রধান নির্বাহী মোহাম্মদ আবদুর রহমান, 'রোড টু স্টাডি অ্যাবরোড' বিষয়ে বক্তব্য দিবেন এডুকেশন হাব ইমরুল কায়েস।
মেলার বিষয়ে জানতে চাইলে ক্লাব সভাপতি বলেন, ক্যারিয়ার ফেস্টের উদ্বোধনের মধ্য দিয়ে একজন শিক্ষার্থী সিভি মূল্যায়ন ও সরাসরি ক্যাম্পাসে নিয়োগ এবং পার্টটাইম, ফুলটাইম ও ইন্টার্নশিপের সুযোগ পাবেন। এছাড়াও এ ফেস্টে বিভিন্ন সেক্টরে ক্যারিয়ার সেমিনার, নেতৃত্ব প্রশিক্ষণ, ব্যবসায়িক গেমস, ক্যারিয়ার সম্পর্কিত সেমিনার এবং ফ্রেশার্সদের জন্য কুইজ প্রতিযোগিতার আয়োজন থাকছে।
Jagonews24 Google News Channelজাগোনিউজের খবর পেতে ফলো করুন আমাদের গুগল নিউজ চ্যানেল। ২০১৩ সালে প্রতিষ্ঠিত হয় রাজশাহী ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাব। প্রতিষ্ঠার পর ক্লাবটি ৭টি সফল জব ফেয়ার ও ৬টি সফল ক্যারিয়ার ফেস্টের আয়োজন করেছে। এছাড়াও বিভিন্ন সময় সেমিনার, ওয়ার্কশপ ও প্রতিযোগিতা, পাবলিক স্পিকিংয়ের আয়োজন করে থাকে।
amarrajshahi.com
সর্বশেষ
জনপ্রিয়