রোববার ০৫ ফেব্রুয়ারি ২০২৩ ||
মাঘ ২৩ ১৪২৯
|| ১৪ রজব ১৪৪৪
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২৩
‘শিক্ষা জাতীর মেরুদন্ড’ সুশিক্ষায় শিক্ষিত না হলে সভ্য জাতি গঠন করা ও দেশের উন্নয়ন করা সম্ভব নয়। এ অবস্থা উপলদ্ধি করে এবং সবার মাঝে শিক্ষা ছড়িয়ে দিতে বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিচ্ছেন। এজন্য দেশে এখন শিক্ষার্থীর হার প্রায় শতভাগ হয়ে গেছে।
গতকাল সোমবার (২৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী সরকারি মডেল স্কুল এন্ড কলেজ এর আয়োজনে অত্র প্রতিষ্ঠানের মাঠ প্রাঙ্গণে সপ্তাহব্যাপি ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সমাজসেবী শাহীন আকতার রেনী এই কথাগুলো বলেন।
তিনি বলেন, সুশিক্ষায় শিক্ষিত না হলে ভবিষ্যৎ প্রজন্ম দেশের হাল ধরতে পারবে না। এছাড়া দেশকে এগিয়ে নিতে এবং নিজেকে স্বাবলম্বী করে গড়ে তুলতে সরকার কারিগরি শিক্ষার উপর গুরুত্বারোপ করেছেন। বতর্মান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিজস্ব অর্থায়নে অর্থাৎ দেশের টাকায় পদ্মা সেতু নির্মাণ করেছেন। এই সরকারের দৃঢ় পদক্ষেপে দেশ এখন মেট্রোরেলের যুগে পৌঁছে গেছে। প্রধানমন্ত্রী বাংলাদেশের মানুষের নিকট পুরো বিশ্বকে কাছে এনে দিয়েছেন। তিনি ডিজিটাল বাংলাদেশে গড়ে তুলে দেশকে এখন স্মার্ট বাংলাদেশে পরিণত করেছেন বলে বক্তব্যে উল্লেখ করেন প্রধান অতিথি।
তিনি আরো বলেন, দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে এই ভবিষ্যৎ প্রজন্ম কাজ করবে। এজন্য ভালভাবে শিক্ষা প্রদান করার জন্য শিক্ষকদের প্রতি অনুরোধ এবং সন্তানদের প্রতি বিশেষ নজর রাখার জন্য অভিভাবকদের পরামর্শ দেন তিনি। সেইসাথে যারা খেলাধুলা ও অন্যান্য বিষয়ে পারদর্শী তাদের লেখাপড়ার পাশাপাশি ওই সকল বিষয়ে উপর বিশেষ নজর দেয়ার কথা বলেন তিনি। বক্তব্য শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি।
রাজশাহী সরকারি মডেল স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ আকবর হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী জেলার সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ। রাজশাহী সরকারী মডেল স্কুল এন্ড কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক আমিনুল আহসান ও অর্থনীতি বিভাগের পভাষক হাবিুবর রহমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন নিউ গভ: ডিগ্রি কলেজের অধ্যক্ষ কালাচাঁদ শীল, রাজশাহী শিক্ষাবোর্ড মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন, রাজশাহী শহীদ মামুন মাহমুদ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ গোলাম মওলা ও বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ কামরুজ্জামানসহ অত্র স্কুল এন্ড কলেজের সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, অভিভাবক ও শিক্ষাথীবৃন্দ উপস্থিত ছিলেন।
amarrajshahi.com
সর্বশেষ
জনপ্রিয়