মঙ্গলবার ০৬ জুন ২০২৩ ||
জ্যৈষ্ঠ ২৩ ১৪৩০
|| ১৭ জ্বিলকদ ১৪৪৪
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ মে ২০২৩
রাজশাহী সরকারি মহিলা কলেজের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ও শিক্ষকদের উপস্থিতিতে গতকাল মঙ্গলবার (৯ মে) সকাল ১১ টায় কলেজের নতুন মিলনায়তনে অভিভাবক সমাবেশ ও মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. জুবাইদা আয়েশা সিদ্দীকা, প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. নাজনীন সুলতানা, উপস্থিত ছিলেন বিসিএস এডুকেশন ক্যাডার্স কাউন্সিল-এর সম্পাদক তোফাজ্জল হোসেন মোল্লা এবং দ্বাদশ ভর্তি ও পরীক্ষা কমিটির আহ্বায়ক মোজাফফার হোসাইন।
উক্ত অনুষ্ঠানে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ এবং কলেজের শিক্ষকবৃন্দ বক্তব্য প্রদান করেন। অধ্যক্ষসহ সকলেই শিক্ষার্থীদের নিয়মিত ও ধারাবাহিক পাঠাভ্যাসের মাধ্যমে তাদের পড়াশোনার মানোন্নয়নের উপর গুরুত্বারোপ করেন।
আলোচনা শেষে মেধাবী শিক্ষার্থীদেরকে পুরস্কার হিসেবে বই প্রদান করে সংবর্ধিত করা হয় যা অন্যান্য শিক্ষার্থীদেরকে পরবর্তী পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে অনুপ্রেরণা যোগাবে।
amarrajshahi.com
সর্বশেষ
জনপ্রিয়