রোববার ০১ অক্টোবর ২০২৩ ||
আশ্বিন ১৫ ১৪৩০
|| ১৬ রবিউল আউয়াল ১৪৪৫
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৩
প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অনুষ্ঠিত হয়েছে রাজনৈতিক অধিকার বিষয়ক উন্মুক্ত আলোচনা। গতকাল শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের ড. এম এ ওয়েজেদ মিয়া একাডেমিক ভবনে এ আলোচনা অনুষ্ঠিত হয়।
আইভিএলপি ইমপ্যাক্ট অ্যাওয়ার্ড ২০২৩ বিজয়ী প্রকল্প ‘প্রমোটিং পলিটিকাল পার্টিসিপেশন অভ ইয়ুথ উইথ ডিজ্যাবিলিটিস’ এর আওতায় রাবি ফিজিক্যালি চ্যালেঞ্জ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (পিডিএফ) আয়োজনে এ উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
উন্মুক্ত আলোচনায় প্রতিবন্ধী শিক্ষার্থীরা তাদের রাজনৈতিক অংশগ্রহণে চ্যালেঞ্জগুলো শেয়ার করেন এবং রাজনৈতিক অংশগ্রহণের জন্য সংকল্প ব্যক্ত করেন।
অধ্যাপক জান্নাতুল ফেরদৌস বলেন, প্রতিবন্ধীদের অন্তর্ভুক্তির জন্য যে বাধাগুলো কাজ করে তা মূলত মানসিক। এছাড়া আর কোনো বাঁধা নেই। যেকোনো দাবি আদায়ে ও সমস্যার সমাধানে প্রতিবন্ধী শিক্ষার্থী ও রাজনৈতিক দলগুলোর একসঙ্গে কাজ করতে হবে। প্রতিবন্ধীদের সমাজের করুণা বা কোটা সুবিধা নিয়ে নয়, নিজের আলোতেই আলোকিত হতে হবে।
এর আগে, ১৫ সেপ্টেম্বর প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে দিনব্যাপী ওয়ার্কশপের আয়োজন করা হয় এবং শনিবার উন্মুক্ত আলোচনা মধ্য দিয়ে প্রোগ্রাম শেষ হয়। সেখানে অংশগ্রহণকারীদের পুরস্কার ও সার্টিফিকেট বিতরণ করা হয়।
উন্মুক্ত আলোচনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ছাত্র উপদেষ্টা অধ্যাপক মো. জাহাঙ্গীর আলাম সাউদ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোখলেসুর রহমান মিলন, রাবির সাবেক ছাত্র উপদেষ্টা অধ্যাপক জান্নাতুল ফেরদাউস, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ফারাত তাসনিম, রাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু, রাকসুর সমন্বয়ক আব্দুল মজিদ অন্তর, ছাত্রী ইউনিয়নের কেন্দ্রীয় নেত্রী শাকিলা খাতুন, এবং নাগরিক ছাত্র ঐক্যের সাধারণ সম্পাদক মীর আলহাজ হোসেন।
amarrajshahi.com
সর্বশেষ
জনপ্রিয়