রোববার ০১ অক্টোবর ২০২৩ ||
আশ্বিন ১৫ ১৪৩০
|| ১৬ রবিউল আউয়াল ১৪৪৫
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২০
প্রাণঘাতী নোবেল করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে জাতীয় দৈনিক সময়ের আলো’র প্রধান প্রতিবেদক ও নগর সম্পাদক হুমায়ূন কবির খোকনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (রাবিসাস)। একইসঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতিও সমবেদনা জানায় রাবিসাস।
বৃহস্পতিবার সকালে রাবিসাসের সভাপতি এম. মঈন উদ্দীন ও সাধারণ সম্পাদক শাহীন আলম এক যৌথ বিবৃতিতে এ শোক প্রকাশ করেন। এদিন বিকেলে সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক নূর আলম প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
শোকবার্তায় তারা বলেন, ‘সময়ের আলো পত্রিকার প্রধান প্রতিবেদক হুমায়ূন কবির খোকন দেশের একজন দক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যমকর্মী হিসেবে বেশ সুপরিচিত ছিলেন। নোবেল করোনা ভাইরাসে কারণে তার অকাল মৃত্যু ঘটেছে। তার মৃত্যুতে জাতি একজন দক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যমকর্মীকে হারাল। রাবিসাসের পক্ষ থেকে সাংবাদিক খোকনের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাই।’ প্রসঙ্গত, হুমায়ূন কবির খোকন (৫০) গত মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে রাজধানীর উত্তরা রিজেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি বৃহত্তর কুমিল্লা সাংবাদিক সমিতির সভাপতি ছিলেন। কর্মজীবনে এর আগে তিনি দৈনিক আমাদের সময় ও আমাদের অর্থনীতি পত্রিকায় প্রধান প্রতিবেদকের দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ঢাকা রিপোর্টাস ইউনিটির সিনিয়র সদস্য ছিলেন।
এন/কে
amarrajshahi.com
সর্বশেষ
জনপ্রিয়